Advertisement

Lower Carat Gold: ৯ বা ১৪ ক্যারেট সোনার গয়না কিনলে লাভ না ক্ষতি? খোঁজ নিল bangla.aajtak.in

এই কম ক্যারাটের সোনা কিনে কি পরে আদৌ দাম মিলবে? নাকি গোটা টাকাটাই যাবে জলে? সেই উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম সেনকো জুয়েলার্সের কর্ণধার জীবন সেনের সঙ্গে। তিনিই এই বিষয়ে আমাদের গোটা বুঝিয়ে বললেন। 

সায়ন নস্কর
  • কলকাতা,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 2:37 PM IST
  • ১৬ অক্টোবর সকালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৯৪৪ টাকায় পৌঁছেছে
  • ২২ ক্যারেট সোনার দাম আজ ১১,৮৬৫ টাকা
  • ১৮ ক্যারেটের দাম রয়েছে ৯,৭০৮ টাকা

রোজই বাড়ছে সোনার দাম। গড়ছে নিত্যনতুন রেকর্ড। এ দিন ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এর ওয়েবসাইট জানিয়েছে, ১৬ অক্টোবর সকালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৯৪৪ টাকায় পৌঁছেছে। অপরদিকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১১,৮৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের দাম রয়েছে ৯,৭০৮ টাকা। আর ৯ ক্যারেটের দাম ৪,৪৮৪.৩৫ টাকা। তবে এগুলি জিএসটি ছাড়া দাম। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। পাশাপাশি গয়না তৈরির মেকিং চার্জ দিতে হবে। 

আর দামের এমন লাফ দেখেই অনেকে ২২ ক্যারেটের সোনা কেনার আশা ছাড়ছেন। তার বদলে বদলে ১৮, ১৪ এবং ৯ ক্যারেটে সোনার গয়না গড়ছেন। 

তবে প্রশ্ন হল, এই কম ক্যারাটের সোনা কিনে কি পরে আদৌ দাম মিলবে? নাকি গোটা টাকাটাই যাবে জলে? সেই উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম সেনকো জুয়েলার্সের কর্ণধার জীবন সেনের সঙ্গে। তিনিই এই বিষয়ে আমাদের গোটা বুঝিয়ে বললেন। 

সোনার গয়না

ক্যারেট কী? 
ক্যারেট হল সোনার খাঁটি হওয়ার মাপকাঠি। ২৪ ক্যারেটের হলমার্ক সোনা হল একদম বিশুদ্ধ। তার পর রয়েছে ২২ ক্যারেট গোল্ড। এটিতে ৯০ শতাংশের কিছুটা বেশি গোল্ড রয়েছে। অপরদিকে ১৮ ক্যারেট গোল্ডে রয়েছে ৭৫ শতাংশ সোনা। ১৪ ক্যারেট গোল্ডে ৫৮ শতাংশের মতো সোনা থাকে। আর ৯ ক্যারেট গোল্ডে মিলবে ৩৭.৫ শতাংশ সোনা। 

এক্ষেত্রে ক্যারেট যত কমবে, ততই কমবে সোনা। এই ধরনের গয়না অন্য ধাতুর সঙ্গে মিশিয়ে তৈরি করা হবে। 

এই সোনা কেনা কি ঠকা? 
এই প্রশ্নের উত্তরে জীবন সেন জানান, 'একবারেই নয়। হলমার্ক যুক্ত যে কোনও ক্যারেটের সোনার গয়না কিনতেই পারেন। তাতে কোনও সমস্যা নেই। এই ধরনের গয়নায় যতটা সোনা থাকার দরকার, সেটাই পাবেন। কম বেশি থাকার প্রশ্ন নেই। ঠকার প্রশ্ন নেই। মানুষ জেনেই কিনছেন।'

এর দাম কি থাকবে পরে? 
ঠিক যেমনভাবে ২২ ক্যারেট সোনার দাম পাওয়া যায়, ঠিক সেভাবেই এগুলিরও দাম মিলবে। অর্থাৎ আজ কেনার পর যখন সেই গয়না বিক্রি করা হবে, তখন যা দাম থাকবে সেই ক্যারেটের, সেটাই দেওয়া হবে। ঠকার কোনও জায়গা নেই। 

Advertisement

টেকসই নিয়ে চিন্তা নয়
অনেকেই মনে করেন কম ক্যারেটের সোনার গয়না কিনলে টেকসই হবে না। তবে বিষয়টা একবারেই তেমন নয়। এই ধরনের সোনার গয়না খুবই টেকসই। আর সোনার গয়না দেখে বোঝারও কোনও উপায় নেই যে কোনটা বেশি ক্যারেটের আর কোনটা কম, এমনটাই জানালেন জীবনবাবু। 

তাই নিজের সামর্থ বুঝেই সোনা কিনুন। যে কোনও ক্যারেটের হলমার্ক যুক্ত সোনার গয়না কিনুন। তাতে সমস্যা হবে না। 


 

Read more!
Advertisement
Advertisement