Advertisement

LIC Unclaimed Money: পলিসি করে ভুলে গিয়েছেন বহু মানুষ, LIC-র কাছে পড়ে প্রায় ৯০০ কোটি টাকা

বহু মানুষ পলিসি করে ভুলেই গিয়েছেন,তাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-র কাছে পড়ে রয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। জানা গিয়েছে, এলআইসি-র কাছে দাবিহীন ৮৮০.৯৩ কোটি টাকা রয়েছে।

পলিসি করে ভুলে গিয়েছেন বহু মানুষ, LIC-র কাছে পড়ে প্রায় ৯০০ কোটি টাকাপলিসি করে ভুলে গিয়েছেন বহু মানুষ, LIC-র কাছে পড়ে প্রায় ৯০০ কোটি টাকা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Dec 2024,
  • अपडेटेड 7:11 AM IST
  • ২০২৩-২০২৪ আর্থিক বছরে ৩,৭২,২৮২ জন পলিসি হোল্ডার ম্যাচিউরিটি সুবিধা নেননি
  • সরকার পলিসি হোল্ডারদের এই বিষয়ে জানানোর চেষ্টা করছে

বহু মানুষ পলিসি করে ভুলেই গিয়েছেন,তাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-র কাছে পড়ে রয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। জানা গিয়েছে, এলআইসি-র কাছে দাবিহীন ৮৮০.৯৩ কোটি টাকা রয়েছে। সোমবার লোকসভায় এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেছিলেন যে ২০২৩-২০২৪ আর্থিক বছরে ৩,৭২,২৮২ জন পলিসি হোল্ডার ম্যাচিউরিটি সুবিধা নেননি। পিটিআই জানিয়েছে, সরকার পলিসি হোল্ডারদের এই বিষয়ে জানানোর চেষ্টা করছে।

যদি আপনারও একটি এলআইসি পলিসি থাকে এবং আপনি এটির ম্যাচিউরিটির কথা ভুলে গিয়ে থাকেন বা আপনার পরিবারের কোনও সদস্য এলআইসি পলিসি কিনেছিলেন এবং এখন তিনি আর নেই বা তিনিও ভুলে গিয়েছেন, তাহলে একটা ছোট কাজ করলেই টাকা পেয়ে যাবেন। এখানে আমরা প্রতিটি পদ্ধতি ব্যাখ্যা করব, যার মাধ্যমে আপনি LIC এর পলিসি কেনা আছে কি না তা পরীক্ষা করতে পারবেন না, তবে ক্লেমও করতে পারবেন।

কোন কাগজপত্র প্রয়োজন হবে?

আরও পড়ুন

আপনার বা অন্য নামে যদি পলিসি কেনা থাকে তাহলে কয়েকটি তথ্যের প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে এলআইসি পলিসি নম্বর, পলিসি ধারকের নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড ইত্যাদি।

কীভাবে দাবিহীন এবং বকেয়া পরিমাণ চেক করবেন

যদি কোনও এলআইসি পলিসিধারী বা সুবিধাভোগী তাঁর নামে থাকা এলআইসি পলিসির টাকা দাবিহীন বা বকেয়া আছে কি না তা পরীক্ষা করতে চান, তাহলে তিনি এখানে উল্লিখিত কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে পারেন।

  • প্রথমে এলআইসির ওয়েবসাইট- https://licindia.in/home-এ যান।
  • এখন কাস্টমার সার্ভিস এবং 'পলিসি হোল্ডারদের আনক্লেইমড অ্যাকাউন্টস' নির্বাচন করুন।
  • এর পরে পলিসি নম্বর, নাম (বাধ্যতামূলক), জন্মতারিখ (বাধ্যতামূলক) এবং প্যান বিবরণ লিখুন।
  • এখন সাবমিট বাটনে ক্লিক করুন এবং বিস্তারিত চেক করতে পারেন।

আপনার যদি LIC-এর কাছে আপনার নামে থাকা কোনও পলিসি ম্যাচিউর অবস্থায় পড়ে থাকে, তাহলে আপনি LIC এজেন্টের মাধ্যমে বা প্রয়োজনীয় নথিপত্র সহ LIC অফিসে গিয়ে ক্লেম করতে পারেন।

দাবিহীন অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়ম কী কী?

যদি কোনও এলআইসি পলিসির টাকা ১০ বছরের বেশি সময় ধরে দাবি না করা থেকে যায়, তবে পুরো টাকা প্রবীণ নাগরিক কল্যাণ তহবিলে স্থানান্তর করা হয় এবং এই টাকা নিয়ম অনুযায়ী প্রবীণ নাগরিকের সুবিধার জন্য ব্যবহার করা হয়।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement