Advertisement

LIC IPO: আর মাত্র ৩ সপ্তাহ, আইপিও-তে এই তারিখে বাম্পার কামাইয়ের সুযোগ

LIC IPO Opening: সেবির কাছে খসড়া পত্র জমা দিয়েছে এলআইসি। শোনা যাচ্ছে, মার্চের গোড়াতেই অনুমোদন দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা।

LIC IPO Opening: পরের মাসেই এলআইসি আইপিও-তে বিনিয়োগ সুযোগ!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 9:19 PM IST
  • অপেক্ষার অবসান হতে চলেছে।
  • মার্চেই এলআইসি-র আইপিও।
  • সেবির কাছে খসড়াপত্র জমা সংস্থার।

দীর্ঘ সময় ধরে এলআইসি আইপিও-র (LIC IPO) অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। গত ১৩ ফেব্রুয়ারি সেবির কাছে আইপিও-র খসড়াপত্র (LIC IPO DPHP Date) জমা দিয়েছে দেশের বৃহত্তম বিমা সংস্থা। নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে এই প্রক্রিয়া এগিয়ে যাবে। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে বাজারে চলে আসতে পারে এলআইসি-র আইপিও। এখনও পর্যন্ত যা খবর এসেছে, এলআইসি-র ইস্যু মূল্য ৬০ থেকে ৬৫ হাজার কোটি টাকা থাকতে পারে।   
       
সংবাদ এজেন্সি রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভারতের বিমা সংস্থা এলআইসি-র (LIC) আইপিও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের দরজা খুলে যেতে পারে ১১ মার্চ। ওই দিন শুক্রবার। ফলে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য কিছু দিন পর খুলতে পারে আইপিও। ১৪ মার্চ থেকে আইপিও-তে বিনিয়োগের আবেদনের সুযোগ পাবেন খুচরো বা ছোট বিনিয়োগকারীরা। 

মার্চের প্রথম সপ্তাহে সেবি-র অনুমোদন  

রিপোর্ট অনুযায়ী এলআইসি-কে আইপিও-র জন্য মার্চের গোড়াতেই অনুমোদন দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা। এরপর মার্কেটিং প্রাইস ব্যান্ড ঠিক করা হবে। তবে এনিয়ে কোনও ধরনের মন্তব্য করেনি এলআইসি।     
 

প্রাইস ব্যান্ড ও লট সাইজ 
 
শোনা যাচ্ছে, এলআইসি-র শেয়ার পিছু ইস্যু মূল্য ২০০০-২১০০ টাকা হতে পারে। ৭টি শেয়ারের এক একটি লট হতে চলেছে বলে খবর। ফলে প্রতি লটের জন্য ন্যূনতম ১৪ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করতে হবে।   
        
চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের মাধ্যমে বাজার থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে মোদী সরকার। সেই বিলগ্নিকরণের অংশ এলআইসি-র আইপিও। আইপিও-র প্রাইস ব্যান্ড, তারিখ বা লট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এলআইসি (LIC)। 

আরও পড়ুন- ভারতে Cryptocurrency-র ভবিষ্যত্‍ কী? বিশেষজ্ঞরা যা জানালেন...

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement