Advertisement

LIC IPO-তে ৯৪ হাজার কোটি টাকা ডুবল লগ্নিকারীদের, এরপর কী?

LIC IPO লিস্টিং হওয়ার পর থেকেই ক্ষতির উপরেই চলছে। এখনও পর্যন্ত লগ্নিকারীরা লাভের মুখ দেখেনি। ৯৪ হাজার কোটি টাকা ডুবে গিয়েছে লগ্নিকারীদের ইতিমধ্যেই। কিন্তু এরপর কী হবে? আদৌ কী লাভের মুখ দেখবেন? নাকি আরও গাড্ডায় পড়বে শেয়ার?

Lic এর খারাপ সময় অব্যাহত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 2:50 PM IST
  • লাগাতার ক্ষতির মুখে এলআইসি আইপিও
  • ৯৪ হাজার কোটি টাকা ডুবল লগ্নিকারীদের
  • আদৌ লাভের মুখ দেখবে শেয়ার? আশঙ্কা

LIC Market Cap: সবচেয়ে বড় আইপিও (IPO) আনার পর শেয়ার মার্কেটের (Share Market) লিস্ট হওয়া সরকারি বিমা কোম্পানি এলআইসি (Govt. Insurance Company LIC )পরিস্থিতি শোধরানোর কোনও নাম নেই।লিস্টিং (LIC Share Listing) এর পরে এখনও পর্যন্ত বেশিরভাগ এলআইসি শেয়ার(LIC Share Price) ক্ষতির মুখেই বন্ধ হয়েছে। এর ফল ভুগতে হচ্ছে আইপিওতে লগ্নি করা ইনভেস্টরদের (LIC IPO Investors)। এলআইসির মার্কেট ক্যাপ (LIC MCap) ৯৪ হাজার কোটি টাকার বেশি ঘাটতিতে চলে গিয়েছে।

নতুন লাইফটাইম লো ছুঁয়েছে দর

গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে শুক্রবার এলআইসির শেয়ার ১৮.০৫ টাকা লেভেল পর্যন্ত পড়ে গিয়েছে। এখনও এলআইসির শেয়ারের নতুন লাইফ লো(LIC Share Lifetime Low) লেভেল রয়েছে। বাজারে লিস্টিং হওয়ার দুই সপ্তাহ মধ্যে এলআইসি শেয়ার এর মূল্য ৭.৭২ শতাংশ অর্থাৎ ৬৭ টাকা পড়ে গিয়েছে। এর কারণ এলআইসির মার্কেট ক্যাপ কম হয়ে ৫ লক্ষ ৬ হাজার ১২৬ কোটি টাকাতে চলে এসেছে। আইপিওর ইসু প্রাইস (LIC IPO Issue Price) আপার ব্যান্ডের হিসেবে এলআইসির ভ্যালু ৬ লক্ষ ২৪২ কোটি টাকা ছিল। এর অর্থ হল যে আইপিওতে পয়সা লাগানো ইনভেস্টরদের ৯৪ হাজার ১১৬ কোটি টাকা এখনও পর্যন্ত ডুবে গিয়েছে।

এখনও পর্যন্ত এতটা পড়ে গিয়েছে এলআইসি স্টক

এলআইসির আইপিওর জন্য ৯০২-৯৪৯ টাকার প্রাইজ ব্যান্ড (LIC IPO Price Band)  ঠিক করা হয়েছে। প্রথম দিনই এলআইসির ১৩ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল এবং এটি অন্তত ৮.৬২ শতাংশ অর্থাৎ ৮১.৮০ টাকা পড়ে যায়। ৮৬৭.২০ টাকাতে সেটল হয়েছিল। এটি প্রায় ১৫ শতাংশের বেশি পড়ে গিয়েছে। এলআইসি ঘাটতির কারণে আইসিআইসিআই ব্যাঙ্ক এর চেয়ে পিছিয়ে সপ্তম নম্বর কোম্পানি হয়ে গিয়েছে। এরপরে এলআইসি বিএসই (BSE)-র পঞ্চম সবচেয়ে বড় কোম্পানিতে নেমে গিয়েছে।

ব্রোকারেজ ফার্ম দিয়েছে টার্গেট প্রাইস

Advertisement

এরই মধ্যে ব্রোকারেজ ফার্ম এমকে গ্লোবাল (Emkay Global) এলআইসির টার্গেট সেট করে দিয়েছে। এলআইসির হোল্ড রেটিং (Hold Rating) এর সঙ্গে ৮৭৫ টাকা টার্গেট দিয়েছে। যদি গ্লোবালের অনুমান ঠিক হয়, তাহলে এর অর্থ হল যে লম্বা সময় পর্যন্ত এলআইসির আইপিওতে পয়সা লাগানো ইনভেস্টরসরা ক্ষতি থেকে বের হতে পারবেন না। এই আইপিওকে এমন একটি হাতি বলে অভিহিত করেছে গ্লোবাল, যারা ডান্স করতে পারবে না।

ইনভেস্টমেন্ট করে হলো এত টাকা আয়

এর আগে কোম্পানি মঙ্গলবার এর জানিয়েছে যে তারা ২০২১-২২ স্টক মার্কেটে নিজের ইনভেস্টমেন্টে ৪২ হাজার কোটি টাকা প্রফিট বুক (LIC Profit Booking) করেছিল। এক বছর আগে ৩৬ হাজার কোটি টাকা প্রফিট এর চেয়ে এটি বেশি ছিল। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজকুমার (LIC MD Raj Kumar) জানিয়েছেন, এলআইসি এখনও প্রায় ৪২ মিলিয়ন টাকার সম্পত্তি নথিভুক্ত করেছে এবং দেশের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজার এটি। এছাড়া ঘরোয়া শেয়ার বাজারের সবচেয়ে বড় ইনভেস্টরও বটে। কোম্পানি নিজের মোট সম্পত্তির ২৫% টাকা শেয়ার বাজার খাটাচ্ছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement