West Bengal Budget 2025: আগামী বছর অর্থাত্ ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মমতা সরকার। আজ অর্থাত্ ১০ ফেব্রুয়ারি শুরু বিধানসভায় শুরু বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি অর্থাত্ বুধবার বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগের বাজেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু হতে পারেন বলেই আশা করছে সংশ্লিষ্ট মহল। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পে ভাতা বাড়তে পারে। আজ অর্থাত্ সোমবার দুপুর ২টোয় শুরু হবে বিধানসভা অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শোকজ্ঞাপন প্রস্তাবও আসছে।
২০২১ সালে বিধানসভা ভোটের আগে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার
গতবার বাজেটের সময় ছিল লোকসভা নির্বাচন। এবারে লক্ষ্য বিধানসভা। রাজ্য সরকারের একাধিক প্রকল্প বেশ জনপ্রিয়। তার মধ্যে অন্যতম হল 'লক্ষ্মীর ভাণ্ডার'। মহিলারা প্রতিমাসে ১ হাজার টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা করে পান। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোরপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের সব মহিলাকে প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তা বেড়ে হয় ১ হাজার টাকা। তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১২০০ টাকা।
লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়তে পারে?
এবারের বাজেটেই সম্ভবত বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। এখন প্রশ্ন হল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে কত হতে পারে? দ্বিগুণ হয়ে যেতে পারে। তেমনই ইঙ্গিত মিলছে রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহর কথায়। কোচবিহারে তিনি রীতিমতো ঘোষণা করলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন। যেটা প্রথমে ৫০০ টাকা করে দেওয়া হত। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা থেকে ১০০০ আর ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করা হবে। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন হয়েছে। তার আগে ৫ এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকল। কিন্তু ভোটের দিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে টোটোয় গিয়ে অনেকে জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে আসলেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডার-এর টাকা যিনি দিলেন তাঁকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটাও নষ্ট হয়ে গেল। তাই যদি ভাল কিছু চান, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। কোচবিহার উত্তর বিধানসভায় ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান। তাতে মহিলাদের আর্থিক সহায়তা হবে।'
মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার কথা বলেছিলেন
এর আগে মালদায় জনসভায় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার কথা বলেছিলেন। তবে বাজেটেই বাড়বে, এমনটা বলেননি। তবে মমতার কথায় তাত্পর্যপূর্ণ ইঙ্গিত ছিল। বলেছিলেন, 'আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তিনি সারাজীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা–বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে।'
কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে হয়?
রাজ্যের সব মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য। ইতিমধ্যেই দুয়ারে সরকার শুরু হয়ে গিয়েছে। গত ২৪ জানুয়ারি দুরায়ে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের ফর্ম দুয়ারে সরকার-এর ক্যাম্পেই মিলবে। এছাড়াও অনলাইনেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানাতে পারেন। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই। অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড সহ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। মনে রাখবেন, আরও অন্যান্য নথিও লাগতে পারে।