Advertisement

Daily Minimum Wage: ন্যূনতম দৈনিক মজুরি অনেকটাই বাড়ল, কোন ক্যাটেগরিতে কত? রইল বিস্তারিত

Minimum Wage: ন্যূনতম মজুরিতে ৪টি ক্যাটেগরিতে মজুরির পরিমাণ ভাগ করা হয়েছে, আনস্কিলড, সেমি-স্কিলড, স্কিলড ও হাইলি স্কিলড মজুর। এছাড়াও ভৌগলিক ভিত্তিতেও A, B ও C, তিন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে মজুরি। 

ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্তন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Sep 2024,
  • अपडेटेड 11:24 AM IST
  • ৪টি ক্যাটেগরিতে মজুরির পরিমাণ ভাগ করা হয়েছে
  • কোন ক্যাটেগরিতে কত মজুরি?
  • পশ্চিমবঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত?

পুজোর মুখে বড় উপহার কেন্দ্রের। ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন দেশের বড় অংশের শ্রমিক, মজুররা, বিশেষ করে যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। তাঁদের দৈনিক মজুরি অনেকটাই বাড়চ্ছে। যার নির্যাস, মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে খানিক সুরাহা হবে। ন্যূনতম মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত লাগু হয়ে যাচ্ছে ১ অক্টোবর থেকেই।

৪টি ক্যাটেগরিতে মজুরির পরিমাণ ভাগ করা হয়েছে

সংশোধিত ন্যূনতম মজুরি বৃদ্ধিতে বেশি উপকৃত হবেন আবাসন শিল্প, লোডিং আনলোডিং, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, ঝাড়ুদার, সাফাই, হাউসকিপিং, খনি ও কৃষিতে কর্মরত মজুররা। ন্যূনতম মজুরিতে ৪টি ক্যাটেগরিতে মজুরির পরিমাণ ভাগ করা হয়েছে, আনস্কিলড, সেমি-স্কিলড, স্কিলড ও হাইলি স্কিলড মজুর। এছাড়াও ভৌগলিক ভিত্তিতেও A, B ও C, তিন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে মজুরি। 

কোন ক্যাটেগরিতে কত মজুরি?

নয়া সংশোধিত মজুরিতে A অঞ্চলে আনস্কিলড শ্রমিকরা (যেমন আবাসন নির্মাণ, ঝাড়ুদার) দৈনিক ন্যূনতম মজুরি হচ্ছে ৭৮৩ টাকা। অর্থাত্‍ মাসে ২০ হাজার ৩৫৮ টাকা। সেমি-স্কিলড মজুররা দৈনিক পাবেন ৮৬৮ টাকা, অর্থাত্‍ মাসে ২২ হাজার ৫৬৮ টাকা, স্কিলড ও ক্লারিক্যাল কাজের শ্রমিকরা দৈনিক পাবেন ৯৫৪ টাকা, অর্থাত্‍ মাসে ২৪ হাজার ৮০৪ টাকা। হাইলি স্কিলড শ্রমিকরা পাবেন দৈনিক ১ হাজার ৩৫ টাকা, অর্থাত্‍ মাসে ২৬ হাজার ৯১০ টাকা। ২০২৪ সালে এই নিয়ে দ্বিতীয়বার ন্যূনতম মজুরি সংশোধন করা হল। এর আগে এপ্রিলে করা হয়েছিল। শিল্প শ্রমিকদের এই মজুরি কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ভিত্তিতে ধার্য করা হয়। 

পশ্চিমবঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো প্রতি ছয় মাস অন্তর সংশোধন করা হয়। বর্তমানে এ রাজ্যে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি দৈনিক ৩৮৩ টাকা। অর্ধদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে তা দৈনিক ৪২১ টাকা, দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দৈনিক ৪৬৩ টাকা এবং উচ্চদক্ষ শ্রমিকদের জন্য দৈনিক ন্যূনতম ৫১০ টাকা। প্রতি কর্মদিবসের উপর এই বেতন কাঠামো কার্যকর হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement