Advertisement

Economy Prediction: আজ যে সংসার ২০ হাজার টাকায় চলে, ১০ বছর পর তাদের কত লাগবে?

Monthly Expenses Inflation: ধরুন আজ কারও মাসে ২০,০০০ টাকায় সংসার চলছে। তাহলে ১০ বছর পর সেই একই জীবনযাত্রা বজায় রাখতে কত টাকা লাগতে পারে? আসলে সময়ের সঙ্গে বাজারদর স্থির থাকে না।

খাবারদাবার, ঘরভাড়া এবং চিকিৎসা; এই তিনটি ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। খাবারদাবার, ঘরভাড়া এবং চিকিৎসা; এই তিনটি ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 9:00 PM IST
  • ১০ বছর পর সেই একই জীবনযাত্রা বজায় রাখতে কত টাকা লাগতে পারে?
  • সময়ের সঙ্গে বাজারদর স্থির থাকে না।
  • অর্থনীতির পরিভাষায় একে বলা হয় মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি।

India inflation rate: ধরুন আজ কারও মাসে ২০,০০০ টাকায় সংসার চলছে। তাহলে ১০ বছর পর সেই একই জীবনযাত্রা বজায় রাখতে কত টাকা লাগতে পারে? আসলে সময়ের সঙ্গে বাজারদর স্থির থাকে না। জিনিসপত্রের দাম বাড়তেই থাকে। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি। বর্তমান ভারতীয় অর্থনীতির দিকে তাকালে দেখা যাবে, গত কয়েক দশকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ধাপে ধাপে বেড়েছে। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসার খরচ; সব ক্ষেত্রেই চাপ বেড়েছে সাধারণ মানুষের। ফলে আজ যে সংসার ২০,০০০ টাকায় কোনও রকমে চলে, ১০ বছর পরে সেই টাকায় একই ভাবে চলা কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে।

অর্থনীতিবিদদের মতে, মুদ্রাস্ফীতি মানে শুধু দাম বাড়া নয়, টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়া। অর্থাৎ, আজ ২০,০০০ টাকায় যা কেনা যাচ্ছে, ১০ বছর পরে সেই একই টাকায় তার অনেকটাই কম জিনিস পাওয়া যাবে। ঠিক কত টাকা লাগবে, তা নির্ভর করছে মূল্যবৃদ্ধির গতি কতটা থাকবে তার উপর।

ভারতীয় অর্থনীতিতে গত কয়েক দশকে গড় মুদ্রাস্ফীতি সাধারণত ৫-৬%-এর আশেপাশেই ঘোরাফেরা করেছে। বিশেষ করে খাবারদাবার, ভাড়া, চিকিৎসা; এই খাতগুলিতে মূল্যবৃদ্ধি অনেক সময় ৬-৭% পর্যন্তও পৌঁছেছে। সেই মতো ৫ থেকে ৬% গড় করে হিসাব করা যাক।

ধরা যাক, আগামী ১০ বছরে গড় মূল্যবৃদ্ধি মাঝারি মাত্রায় থাকে। সে ক্ষেত্রে হিসাব বলছে, ২০,০০০ টাকার মাসিক সংসার খরচ ১০ বছর পরে বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৩২,০০০ থেকে ৩৬,০০০ টাকার কাছাকাছি। আবার যদি দাম বাড়ার গতি আরও বেশি হয়, তাহলে সেই খরচ ৪০,০০০ টাকাও ছুঁতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সবচেয়ে বেশি চাপ পড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের খাতে। খাবারদাবার, ঘরভাড়া এবং চিকিৎসা; এই তিনটি ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। পড়াশুনোর খরচও ধীরে ধীরে বাড়ছে। ফলে যাঁদের আয় একই হারে বাড়ছে না, তাঁদের পক্ষে সংসার চালানো আরও কঠিন হয়ে উঠছে।

Advertisement

এই পরিস্থিতিতে কী করণীয়? অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ, ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই পরিকল্পনা জরুরি। শুধু আয় বাড়ানোর চেষ্টা নয়, সঞ্চয় এবং খরচের হিসাবেও পরিবর্তন আনতে হবে। আজকের ২০,০০০ টাকার সংসার খরচকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে না পারলে, ১০ বছর পরে চাপে পড়তে হতে পারে।

সব মিলিয়ে বলা যায়, ১০ বছর পরে সংসার চালানোর খরচ যে অনেকটাই বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই। ঠিক কত লাগবে, তা নির্ভর করবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধির গতি এবং ব্যক্তিগত জীবনযাত্রার উপর। তবে একটি বিষয় স্পষ্ট; নিশ্চিন্তে সংসার চালাতে হলে এখন থেকেই হিসাব কষা ছাড়া উপায় নেই।

Read more!
Advertisement
Advertisement