Advertisement

Multibagger Stock: ১ লক্ষের বিনিয়োগ এখন ৯১ লক্ষ, পাঁচ বছরে মালামাল করল এই মদ কোম্পানি

মদ উৎপাদনকারী সংস্থার শেয়ার মালামাল করল বিনিয়োগকারীদের। ১ লক্ষ টাকার শেয়ার বেড়ে পৌঁছে গিয়েছে ৯২ লক্ষ টাকায়। করবেন নাকি বিনিয়োগ?

পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারে মালামালপিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারে মালামাল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 4:35 PM IST
  • ছর আগে ২০২০ সালের ২৪ জানুয়ারি পিকাডিলির শেয়ারের দাম ছিল মাত্র ৮.৫৮ টাকা।
  • যা এখনও পর্যন্ত বেড়ে পৌঁছেছে ৭৮০ টাকায়।

দাম ছিল ৮ টাকা। এখন ৭৮৮ টাকা। শেয়ারে বাজারে এই স্টক এমনই জাদু দেখিয়েছে। মালামাল করে দিয়েছে বিনিয়োগকারীদের। শেয়ারটি একটি মদ উৎপাদনকারী একটি সংস্থার। পাঁচ বছর আগে যাঁরা এই স্টকে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁদের সম্পদের পরিমাণ এখন ৯১ লক্ষ টাকারও বেশি হয়েছে। 

৮ টাকার শেয়ার ৭৮৮ টাকা

পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (PAIL) শেয়ার বিনিয়োগকারীদের দিয়েছে বিরাট লাভ। ১৯৯৪ সালে শুরু হয়েছিল এই ভারতীয় সংস্থা। মদ উৎপাদন করে পিকাডিলি। সিঙ্গল মল্টের জন্য সমাদৃত তারা। সংস্থার শেয়ারও বিনিয়োগকারীদের মালামাল করছে। একটা হিসাব দিলেই বোঝা যাবে, এই সংস্থার শেয়ার ঠিক কতটা রিটার্ন দিয়েছে। ৫ বছর আগে ২০২০ সালের ২৪ জানুয়ারি পিকাডিলির শেয়ারের দাম ছিল মাত্র ৮.৫৮ টাকা। যা এখনও পর্যন্ত বেড়ে পৌঁছেছে ৭৮০ টাকায়। শেষ ট্রেডিং দিনে এই স্টকটি পতনের পর ৭৮৮.৬০ টাকায় বন্ধ হয়েছিল।

১ লক্ষ টাকা ৯১ লক্ষ টাকা

এবার বলা যাক, এই সংস্থা কত টাকা রিটার্ন দিয়েছে। ৮ টাকার শেয়ার ৭৮৮ টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই অনুযায়ী হিসাব করলে দেখা যাবে, ৯০৯১.১৪ শতাংশ হারে বেড়েছে সংস্থার স্টক। অর্থাৎ কোনও বিনিয়োগকারী ২০২০ সালের ২৪ জানুয়ারি শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এখন সেটাই বেড়ে হয়ে গিয়েছে ৯১ লক্ষ ৯১ হাজার টাকা। 

২০২৩ সালের পর স্টকে ব্যাপক বৃদ্ধি

মূলত ২০২৩ সালের জানুয়ারি থেকেই এই স্টকে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছিল। সেই বছর ৪০ টাকার কাছে পৌঁছেছিল দাম। ওই বছরের ২৫ অগাস্ট ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৪ সালে ২৫ জানুয়ারি দাম পৌঁছয় ২৯২.২০ টাকায়। ২০২৪ সালের ডিসেম্বরে তা সর্বোচ্চ ১০১৯.৯০ টাকায় যায়। তবে চলতি বছরের শুরু থেকে এটি ১৫ শতাংশ কমেছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement