Advertisement

Mustard Oil Price Drop: লিটারে প্রায় ৫০ টাকা কমল সর্ষের তেলের দাম, আরও কমবে?

Mustard Oil Price Drop: জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ। তবে এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে। সর্ষের তেল এখন তার আড়াই বছরের সর্বনিম্ন দামে বিকোচ্ছে। কলকাতায় এখন কত যাচ্ছে দাম?

এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে।
সুদীপ দে
  • কলকাতা,
  • 07 Apr 2023,
  • अपडेटेड 1:49 PM IST
  • জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ।
  • এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম।

Mustard Oil Price Drop: জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ। তবে এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে। সর্ষের তেল এখন তার আড়াই বছরের সর্বনিম্ন দামে বিকোচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে সর্ষের তেলের গড় মূল্য ছিল লিটারে ১৩৫-১৪৫ টাকা। করোনা মহামারি, লকডাউনের সময় সরষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।

আরও পড়ুন: অনলাইনে IPL-এর দল বানিয়ে দেদার কামাচ্ছেন, কত Tax জানেন তো?

হাওড়া-কলকাতার বাজারে সর্ষের তেলের দাম কত?
এই মুহূর্তে দেশজুড়েই নিম্নমূখী সর্ষের তেলের দাম। হাওড়া-কলকাতার বাজারেও তার প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশন (হাওড়া)-এর সভাপতি চন্দন চক্রবর্তী জানান, সরষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০-৫৫ টাকা সস্তা হয়েছে। পাইকারি বাজারে সরষের তেলের দাম কেজিতে ১৩০-১৩৫ টাকা, খুচরো বাজারে দাম আরও কিছুটা বেশি। 

চন্দনবাবু বলেন “এ বছর সর্ষের উৎপাদন খুব ভাল হয়েছে। বাজারে তেলের পর্যাপ্ত জোগানও রয়েছে। তাই গত মাস তিনেকে লাগাতার কমছে সরষের তেলের দাম। ভবিষ্যতে আরও কিছুটা সস্তা হতে পারে।”

সর্ষের তেল কতটা সস্তা হয়েছে?
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় সর্ষের তেল কুইন্টাল প্রতি প্রায় ৫৫০-৬০০ টাকা সস্তা হয়েছে। সরষের তেলের দাম এখন প্রতি কুইন্টালে ১৩,০০০-১৩,৫০০ টাকা চলছে। পাশাপাশি, সরষের কাচ্চি ঘানি তেলের দামও প্রতি টিনে (১৫ কেজি) ৩০০-৩৫০ টাকা কমে ১,৯৫০-২,১০০ টাকা হয়েছে। পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশন (হাওড়া)-এর সভাপতির দেওয়া ইঙ্গিত অনুযায়ী, আগামী সপ্তাহে এই দাম আরও ১০-১৫ টাকা কমতে পারে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement