
শেয়ারবাজের ষাঁড়ের গতি। নিফটি এবং সেনসেক্স দুইই ছুটছে উপরের দিকে। আর এরই মধ্যে নিফটি নতুন রেকর্ড গড়ে ফেলল। ১৪ মাস পরে নিফটি পৌঁছে গেল নিজের সর্বকালীন উচ্চতায়। ও দিকে সেনসেক্সও অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। যার ফলে মুনাফা লুটছেন বিনিয়োগকারীরা।
এ দিনের শুরুতে ২২৪.৮০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এটি রয়েছে ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। ও দিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে সকাল ৯টা ২৫ মিনিটে। আর তাতেই খুশির হাওয়া শেয়ারবাজারে।
জিওজিৎ ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডঃ ভিকে বিজয়কুমার জানান, গতকাল ৩২০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল নিফটি। আর সেটাই ছিল মার্কেটের বুলিশ মোডের সিগনাল।
তিনি বলেন, 'নিফটি পৌঁছে গিয়েছে অল টাইম হাই-তে। সেনসেক্সের সেখানে পৌঁছতে কিছুটা সময়ের অপেক্ষা। আর FII শর্ট পজিশন মার্কেটের ব়্যালিতে সাহায্য করছে। পাশাপাশি এই উচ্চতা ছোঁয়ার পিছনে মার্কেটের ফান্ডামেন্টাল সাপোর্টও রয়েছে। এক্ষেত্রে FY26-এ Q3 এবং Q4 রেজাল্ট বেশ ভাল হবে বলে মনে করা হচ্ছে। আর সেটাও মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।' আর বিশেষজ্ঞের এই কথাতেই বোঝা যাচ্ছে যে এই ব়্যালি সবে শুরু। এটা আরও এগিয়ে যেতে পারে।
অধিকাংশ স্টক রয়েছে গ্রিন জোনে
এ দিন শুরু থেকেই দারুণ এগচ্ছে শেয়ারবাজার। অধিকাংশ স্টক রয়েছে গ্রিন জোনে। বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় বাজাজ ফিনান্স দারুণ উঠেছে। এই স্টক বৃদ্ধি পেয়েছে ১.০৩ শতাংশ। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক ০.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাড়তে শুরু করেছে লার্সেন অ্যান্ড টার্বো। এই স্টক বৃদ্ধি পেয়েছে ০.৭৬ শতাংশ। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক ০.৭১ শতাংশ বৃদ্ধি পয়েছে। পাশাপাশি এশিয়ান পেন্টস বেড়েছে ০.৬০ শতাংশ।
বিগ লুজার
শেয়ারবাজারের এই ভাল সময়ও কিছু স্টকের হাল খারাপ। এক্ষেত্রে ইটারনাল কমেছে ০.৭০ শতাংশ। টাইটনও ড্রপ করেছে ০.২৮ শতাংশ। পাশাপাশি মারুতি ০.২৫ শতাংশ নীচে গিয়েছে। এছাড়া কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পড়েছে ০.১৯ শতাংশ এবং আদানি পোর্টসও নেমেছে ০.১৮ শতাংশ।
নিফটি মিডক্যাপ ১০০ বেড়েছে আজ প্রায় ০.১৪ শতাংশ। নিফটি স্মলক্যাপ ১০০ বৃদ্ধি হয়েছে ০.০৭ শতাংশ। তবে ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি গজও আজ ঊর্ধ্বমুখী। এটি বেড়েছে প্রায় ০.৯৬ শতাংশ।
তবে শেয়ারবাজারের এই বুল রেসে মুনাফা লুটেছেন বিনিয়োগকারীরা। তাদের সম্পত্তি দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।