Advertisement

'LIC ও ব্যাঙ্ক নিজেরা সিদ্ধান্ত নেয়', আদানি ইস্যুতে মন্তব্য অর্থমন্ত্রীর

আদানি ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সবার বক্তব্য সামনে এসেছ। এলআইসি এবং এসবিআই উভয়ই বয়ান দিয়েছে, যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। LIC কোথায় বিনিয়োগ করবে তা সরকার কখনওই বলে না। ব্যাঙ্কও নিজের সিদ্ধান্ত নেয়। বেসরকারি ব্যাঙ্কগুলো যদি কোথাও বিনিয়োগ না করে, তাহলে সেটা তাদের সিদ্ধান্ত। 

নির্মলা সীতারমননির্মলা সীতারমন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 10:37 PM IST
  • বাজেট আজতক অনুষ্ঠানে অর্থমন্ত্রী
  • মুখ খুললেন আদানি ইস্যুতেও
  • ঠিক যা বললেন...

ব্যাঙ্ক এবং এলআইসি সরকারের নির্দেশে বিনিয়োগ করে না, সেই কারণে আদানি মামলায় সরকারের কোনও ভূমিকা নেই, দেশের অর্থনীতির ক্ষেত্রে, বিশ্ব দেখছে যে ভারত এই সংকটের মধ্যেও দ্রুত এগোচ্ছে,'বাজেট আজতক' অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও বলেন, সামাজিক প্রকল্পের তহবিল কমানো হয়নি। চাহিদা অনুযায়ী তহবিল নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তহবিল ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 

নির্মলা সিতারমন আরও বলেন, এই বাজেটের 'নির্বাচনী বাজেটের' রঙ লাগালে তা ভুল হবে। তিনি বলেন, বিরোধীরা বিরোধিতা করতেই থাকবেন,'কিছু করলেও ভুল, কিছু না করলেও অন্যায়'। তাঁর প্রশ্ন, এটাকে কীভাবে নির্বাচনী বাজেট বলা যায়? গত বছরও বাড়ি তৈরি হয়েছিল, এ বছরও তৈরি হবে বাড়ি। সঠিক জায়গায় খরচ করাকে সঠিক বাজেট বলা হয়। মন্ত্রকের সুপারিশের পরে সংখ্যালঘু কমিশনের বাজেট কাটছাঁট করা হয়েছে। তবে উন্নয়নে এর কোনও প্রবাব পড়বে না বলেই দাবি তাঁর।

আদানি ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সবার বক্তব্য সামনে এসেছ। এলআইসি এবং এসবিআই উভয়ই বয়ান দিয়েছে, যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। LIC কোথায় বিনিয়োগ করবে তা সরকার কখনওই বলে না। ব্যাঙ্কও নিজের সিদ্ধান্ত নেয়। বেসরকারি ব্যাঙ্কগুলো যদি কোথাও বিনিয়োগ না করে, তাহলে সেটা তাদের সিদ্ধান্ত। 

আরও পড়ুন

আদানি ইস্যুতে সবকিছু প্রকাশ্যে 
অর্থমন্ত্রী বলেন, আদানি ইস্যুতে সেবি তাদের কাজ করছে। এর আগেও বিবৃতি দেওয়া হয়েছে। এতে সরকারের কোনও ভূমিকা নেই। শেয়ারবাজারে অযথা চাপ সৃষ্টি করা যাবে না। এজেন্সি সময়ের সঙ্গে কাজ করছে। আদানি নিয়ে আরবিআই-এর বক্তব্যও এসেছে, তাই এটা নিয়ে বেশি কিছু বলার নেই।

 

Read more!
Advertisement
Advertisement