Advertisement

Top Stocks: এক মাসেই টাকা ডাবল, নভেম্বরে ৫ স্টকে বাম্পার কামাই

এই মাসটা অনিশ্চয়তার মধ্যে গিয়েছে শেয়ারবাজার। কখনও বাজার উঠেছে। আবার কখনও হু হু করে নেমেছে ধস। যার ফলে বিনিয়োগকারীরাও কিছু সময় লাভের মুখ দেখেছেন তো, কিছু ক্ষেত্রে হয়েছে লস। তবে অনিশ্চয়তার মধ্যেও কিছু স্টক ভাল রিটার্ন দিয়েছে। এমনকী একটি স্টক নভেম্বরের প্রথমার্ধে দিয়েছে ৯৪ শতাংশ পর্যন্ত রিটার্ন। অর্থাৎ টাকা প্রায় ডবল হয়ে গিয়েছে।

টপ স্টকটপ স্টক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • এই মাসটা অনিশ্চয়তার মধ্যে গিয়েছে শেয়ারবাজার
  • অনিশ্চয়তার মধ্যেও কিছু স্টক ভাল রিটার্ন দিয়েছে
  • একটি স্টক নভেম্বরের প্রথমার্ধে দিয়েছে ৯৪ শতাংশ পর্যন্ত রিটার্ন

এই মাসটা অনিশ্চয়তার মধ্যে গিয়েছে শেয়ারবাজার। কখনও বাজার উঠেছে। আবার কখনও হু হু করে নেমেছে ধস। যার ফলে বিনিয়োগকারীরাও কিছু সময় লাভের মুখ দেখেছেন তো, কিছু ক্ষেত্রে হয়েছে লস। তবে অনিশ্চয়তার মধ্যেও কিছু স্টক ভাল রিটার্ন দিয়েছে। এমনকী একটি স্টক নভেম্বরের প্রথমার্ধে দিয়েছে ৯৪ শতাংশ পর্যন্ত রিটার্ন। অর্থাৎ টাকা প্রায় ডবল হয়ে গিয়েছে।

তাই আর সময় নষ্ট না করে সেই সব স্টকগুলি সম্পর্কে জেনে নিন। তাহলেই আপনার চোখের সামনে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

ইউটিএল ইন্ডাস্ট্রিজ

নভেম্বরের প্রথমার্ধেই এই স্টকটা বেড়েছে প্রায় ৯৪ শতাংশ। এটির দাম ১.৬২ টাকা থেকে ৩.১৫ টাকায় পৌঁছে গিয়েছে। শুক্রবারও এই স্টকের দাম উপরে গিয়েছে। এ দিন এটির দাম বাড়ে ৫ শতাংশ।

মাথায় রাখতে হবে, এই সংস্থাটির মার্কেট ক্যাপ ১০ কোটি। এটি কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত। এই সংস্থা নিজে কনস্ট্রাকশন করে এবং ম্যানপাওয়ার দেয়। আর এই স্টকের দামই এখন দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে।

ঘুশিন ফিনট্রেড ওসিয়ান লিমিটেড

এই স্টকটিও নভেম্বরে ভালই বেড়েছে। এই কয়েক দিনে এর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫৮ শতাংশ। এর দাম এখন ১২.২২ টাকা থেকে ১৯.৩৮ টাকায় পৌঁছে গিয়েছে। শুক্রবার এই স্টকের দাম ৪.৯৮ শতাংশ বৃদ্ধি পায়। এখন এর দাম রয়েছে ১৯.৩৮ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে ৯ কোটি টাকায়। এদের ব্যবসা মূলত সিল্কের কাপড়ের। পাশাপাশি ডায়মন্ড পালিশের কাজটাও করে এরা।

ব়্যামসন্স প্রোজেক্ট লিমিটেড

অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই স্টকটি। এটি ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর দাম ২৬২.৬৫ থেকে ৪০৭.১৫ টাকায় পৌঁছে গিয়েছে।

স্টকটি ৪.৯৯ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছে শুক্রবার। যার ফলে এর দাম পৌঁছে যায় ৪০৭.১৫ টাকায়। এর মার্কেট ক্যাপ রয়েছে ১২২ কোটি টাকা। আসলে এই সংস্থার প্রফিট হল ১৪৬৬.৬৭ শতাংশ।

Advertisement

ম্রুগেশ ট্রেডিং লিমিটেড

এই স্টকের দাম ৫৩ শতাংশ বেড়েছে। এটার দাম ২ টাকা থেকে ৩.০৬ টাকায় পৌঁছে গিয়েছে। শুক্রবার ৪.৭৯ শতাংশ বেড়েছে এর দাম। এটি খুবই ছোট সংস্থা। এর মার্কেট ক্যাপ ১ কোটিরও কম।

রামচন্দ্র লিসিং অ্যান্ড ফিনান্স লিমিটেড

এছাড়া এই সময়ের মধ্যে ৪৫ শতাংশ বেড়েছে এই স্টকটির নাম। এর দাম ৫.৩৬ টাকা থেকে ৮.৩৮ শতাংশে পৌঁছে গিয়েছে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement