Advertisement

Stock Market Today: Sensex ৮৩ হাজার পার, বাজারে বাম্পার উত্থান, কোন কোন স্টক মালামাল করছে?

স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য সুখবর। বৃহস্পতিবারের প্রথম থেকেই উপরের দিকে লাফ দিচ্ছে শেয়ার বাজার। যার ফলে এ দিন আবার ৮৩ হাজার পয়েন্ট পেরিয়ে গেল সেনসেক্স। 

Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 11:08 AM IST
  • ৮৩ হাজার পয়েন্ট পেরিয়ে গেল সেনসেক্স
  • এ দিন শুরুর পরই ১২০ পয়েন্ট বেড়ে যায় Nifty
  • সূচক পৌঁছে যায় ২৫,৪০০ পয়েন্টে

স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য সুখবর। বৃহস্পতিবারের প্রথম থেকেই উপরের দিকে লাফ দিচ্ছে শেয়ার বাজার। যার ফলে এ দিন আবার ৮৩ হাজার পয়েন্ট পেরিয়ে গেল Sensex। 

ও দিকে সেনসেক্সের মতোই নিফটিও ঊর্ধ্বমুখী। এ দিন শুরুর পরই ১২০ পয়েন্ট বেড়ে যায় Nifty। সূচক পৌঁছে যায় ২৫,৪০০ পয়েন্টে। আর সেই দৃশ্য দেখেই আহ্লাদে আটখানা বিনিয়োগকারীরা। তাদের ঘরে পৌঁছে যাচ্ছে মুনাফা। 

শুরুতে কিছুটা ঝটকা খায় মার্কেট
বুধবার Sensex শেষ করেছিল ৮২,৭৯৪.৯৪ পয়েন্টে। তবে দিনের শুরুতে তা কিছুটা নেমে যায়। সূচক পৌঁছে যায় ৮২,৬০৫.৪৩-তে। তবে এই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই মোমেন্টাম ধরে ফেলে সেনসেক্স। সূচক পৌঁছে যায় ৮৩,০৬১.১৭-এ।

তবে এ দিন মোটের উপর আপওয়ার্ড মোমেন্টাম রয়েছে নিফটির। এই সূচক আগের দিন ক্লোজ করেছিল ২৫,৩২৩.৫৫-এ। আর এ দিন নিফটি শুরুতেই পৌঁছে যায় ২৫.৩৯৪.৯০-তে। তার পর কিছুক্ষণের মধ্যেই নিফটি বেড়ে যায় ১২০ পয়েন্ট। পৌঁছে যায় ২৫,৪৫২.৭৫ পয়েন্টে।

এই স্টকগুলি বাড়ছে
এ দিন শুরু থেকেই কিছু স্টক উপরের দিকে ট্রেন্ড করছে। এই স্টকগুলিতে যাঁরা বিনিয়োগ করেছন, তাঁদের হচ্ছে লক্ষ্মীলাভ। আর সেই তালিকায় রয়েছে- Titan's share (২.৫০%), Axis Bank Share (৩.৭০%), M&M Share (২%), Adani Ports Share (১.৭০%) and Tata Motors Share (১.৬৫%) লার্জ ক্যাপ ক্যাটাগোরিতে ভাল রিটার্ন দিয়েছে। অপরদিকে মিডক্যাপ লিস্টে Oberoi Realty's share (৪.৫৬%), Sona Comstar Share (৩.৭৬%) এবং Endurance Share (৩.২৫%) শতাংশ বেড়েছে। আবার স্মল ক্যাপ সেকশনে ShareIndia Stock (১৮%) এবং PVSL Share (৯%) বেড়েছে।

 
ভালো স্টার্ট করেছে ১৪৩৩ স্টক
এ দিন শুরুতে ১৪৩৩ স্টক গ্রিন জোনে শুরু করেছে। এই সকল স্টকের দাম আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে। অপরদিকে নীচের দিকে ট্রেন্ড করছে ৭৭৪ সংস্থা। এদের দাম পড়েছে। আর ১৪০টি সংস্থার শেয়ারের দাম রয়েছে ফ্ল্যাট। অর্থাৎ দাম বাড়েওনি। আর কমেওনি। 

এছাড়া আজ দিনের শুরু থেকেই ভালো ফল করছে ব্যাঙ্কের স্টকগুলি। বিশেষত, Kotak Mahindra Bank, Max Health ও ICICI Bank ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়ছে।

Advertisement

যদিও এই প্রবন্ধ পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। তার আগে নিজের বিচার বুদ্ধি খরচ করুন। পারলে নিন বিশেষজ্ঞের পরামর্শ। তার পরই করুন বিনিয়োগ।

 

Read more!
Advertisement
Advertisement