Advertisement

Price Rise: সম্মত অধিকাংশ রাজ্য, এবার দাম বাড়ছে প্য়াকেটজাত খাবারের?

বেশিরভাগ রাজ্যই রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্তের পক্ষপাতী বলে দাবি সংবাদ সংস্থা পিটিআই-র। ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও শেষ হচ্ছে। ফলে কেন্দ্রের উপরে আর নির্ভর করা যাবে না। সেজন্য ৫ শতাংশ কর বিলোপের পক্ষে রাজ্য সরকারগুলি।

৫ শতাংশ জিএসটি বিলোপের প্রস্তাব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2022,
  • अपडेटेड 11:32 PM IST
  • ৫ শতাংশ কর ধাপের বিলোপ।
  • বাড়তে পারে জিনিসপত্রের দাম।
  • জিএসটি কাউন্সিলের বৈঠকে হতে পারে সিদ্ধান্ত।

জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। তা বাড়ানোর দাবিতে ইতিমধ্যেই সব রাজ্যকে একজোট হওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, অন্তত আরও ৫ বছর জিএসটি ক্ষতিপূরণ চালু থাক। করোনা পরিস্থিতিতে রাজ্যগুলির রাজস্ব আদায়ও কমেছে। শোনা যাচ্ছে, জিএসটি-র ৫ শতাংশের ধাপটি তুলে দিতে চাইছে বেশিরভাগ রাজ্য়।

পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় অগ্নিমূল্য বাজারে। তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশছোঁয়া। মধ্যবিত্তের বেহাল দশা। কিন্তু তাতে মলম তো দূর এবার জ্বালা আরও বাড়তে চলেছে। কীভাবে? মে মাসে বসতে চলেছে পণ্য ও পরিষেবা কর (GST) কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে ৫ শতাংশের কর বিলোপের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে, রাজ্যগুলির আয় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দৈনন্দিন জিনিসপত্রের জন্য কাউন্সিল ৩ শতাংশের একটি ধাপ রাখা হতে পারে বলে খবর। বর্তমানে ৫ শতাংশ করের ধাপে থাকা পণ্যগুলিতে ৮ শতাংশ করের আওতায় আনতে পারে। 

৫% করের বিলুপ্তি

পিটিআই রিপোর্ট অনুযায়ী, ৫ শতাংশের কর ৭, ৮ বা ৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। জিএসটি কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলে রাখি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। ওই বৈঠকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জিএসটি কাউন্সিলের বর্তমানে ৫ শতাংশের ধাপের পণ্যগুলিকে নতুন ৮ শতাংশে অন্তর্ভুক্ত করা হতে পারে।


বেশিরভাগ রাজ্য সম্মত

সংবাদ সংস্থা পিটিআই-র একটি প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ রাজ্যই রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্তের পক্ষপাতী। ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও শেষ হচ্ছে। ফলে কেন্দ্রের উপরে আর নির্ভর করা যাবে না। সেজন্য ৫ শতাংশ কর বিলোপের পক্ষে রাজ্য সরকারগুলি। প্রধানত প্যাকেজাত খাবারই ৫ শতাংশ করের ধাপে আসে। এছাড়া রয়েছে তেল, কফি, চিনি, মশালা ইত্যাদি। প্রতি ১ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জিএসটি সংগ্রহ প্রায় ৫০,০০০ কোটি টাকা বৃদ্ধি পাবে।

Advertisement

জিএসটি কাঠামো

বর্তমানে GST-তে চারটি ট্যাক্স ধাপ রয়েছে। সেগুলি হল ৫, ১২, ১৮ এবং ১৮ শতাংশ কর। সোনা এবং অন্যান্য গয়নার উপরে ৩ শতাংশ জিএসটি নেওয়া হয়। এছাড়া কর কাঠামোয়  একটি ছাড়ের তালিকাও আছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডহীন পোশাক এবং অ-প্যাকেটজাত খাবার। 

ছাড়ের তালিকায় বড় আপডেট

সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, রাজস্ব বাড়ানোর জন্য ছাড়ের তালিকায় থাকা খাবার ছাড়া অন্যান্য জিনিসকে জিএসটি কাউন্সিল ৩ শতাংশের ধাপে অন্তর্ভুক্ত করতে পারে।

আরও পড়ুন- এই সিমেন্ট সংস্থা হাতে নিতে ঝাঁপাল আদানি, শেয়ার কিনলে মালামাল আপনিও

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement