Advertisement

Parle G Biscuit: ৫ টাকার Parle G বিস্কুটের দাম আমেরিকা-পাকিস্তানে কত? জানলে চমকে যাবেন

Parle G Biscuit: পার্লে জি বিস্কুট অনেকের ছোটবেলার নানা স্মৃতিতে জড়িয়ে রয়েছে। আমেরিকার মতো দেশেও এই বিস্কুটের বেশ চাহিদা রয়েছে। পাকিস্তানেও বিক্রি হয় এই বিস্কুট। জানেন এই দুই দেশে Parle G বিস্কুটের দাম কত? চলুন জেনে নেওয়া যাক…

পার্লে জি বিস্কুট অনেকের ছোটবেলার নানা স্মৃতিতে জড়িয়ে রয়েছে। পার্লে জি বিস্কুট অনেকের ছোটবেলার নানা স্মৃতিতে জড়িয়ে রয়েছে।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 08 May 2023,
  • अपडेटेड 5:39 PM IST
  • পার্লে জি বিস্কুট অনেকের ছোটবেলার নানা স্মৃতিতে জড়িয়ে রয়েছে।
  • আমেরিকার মতো দেশেও এই বিস্কুটের বেশ চাহিদা রয়েছে।
  • পাকিস্তানেও বিক্রি হয় এই বিস্কুট।

Parle G Biscuit: ধনী থেকে গরীব, গ্রাম থেকে শহর— ভারতের প্রায় সব শ্রেণীর মানুষ Parle G বিস্কুট এক ডাকে চেনেন। অনেকের ছোটবেলার নানা স্মৃতিতে জড়িয়ে রয়েছে এই বিস্কুট। আজও ভারতে এই বিস্কুটের ভক্তের অভাব নেই। এমন অনেক মানুষ আছেন যাদের চা Parle G বিস্কুট ছাড়া অসম্পূর্ণ।
 
অত্যন্ত সস্তা এবং সুস্বাদু এই বিস্কুটটি শুধুমাত্র ভারতেই জনপ্রিয় নয়, এটি বিশ্বের বিভিন্ন দেশেও এই বিস্কুটের বিক্রি অবাক করার মতো। আমেরিকার মতো দেশেও এই বিস্কুটের বেশ চাহিদা রয়েছে। পাকিস্তানেও বিক্রি হয় এই বিস্কুট। জানেন এই দুই দেশে Parle G বিস্কুটের দাম কত? চলুন জেনে নেওয়া যাক...

Parle G মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় একটি পুরানো কারখানা থেকে শুরু হয়েছিল। ১৯২৯ সালে একজন ব্যবসায়ী মোহনলাল দয়াল এই কারখানাটি কিনে নেন। মোহনলাল দয়াল ভিলে পার্লের কারখানায় মিষ্টি তৈরি শুরু করেন। এর পরে, ১৯৩৮ সালে, পার্লে প্রথমবার পার্লে-গ্লোকো নামে বিস্কুটের উৎপাদন শুরু করে।

আরও পড়ুন

১৯৮০ সালের পর, পার্লে গ্লুকো বিস্কুটের নাম সংক্ষিপ্ত করে Parle G করা হয়। আসলে Parle G-তে দেওয়া 'G'-এর অর্থ 'গ্লুকোজ'। Parle G-এর ৫ টাকার প্যাকের ওজন ভারতে ৬৫ গ্রাম। Parle G-এর ৫৬.৫ গ্রাম-এর ৮ প্যাক আমেরিকায় ১ ডলারে (ভারতীয় মুদ্রায় ৮১.৭৮ টাকা) পাওয়া যায়। Parle G বিস্কুট যেটির একট প্যাকেট ভারতে ৫ টাকায় পাওয়া যায়, সেটি বর্তমানে পাকিস্তানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement