দেশের মধ্যে আলু (Potato) উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। এই মরসুমে ভাল দাম পাওয়ার আশা করেছিলেন কৃষকরা। যদিও আলুর ভাল দাম না পাওয়ার অভিযোগ করছেন কৃষকরা। যার কারণে তাঁদের লোকসান হচ্ছে। কৃষকদের দাবি, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে। গোদের ওপর বিষফোড়া ফলন। আবহাওয়া অনুকূল থাকলেও বিঘে প্রতি আলুর ফলন কমেছে। সব মিলিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। গত বছর মাঠে দাম কিছুটা থাকলেও স্টোরে আলু রেখে সবাই প্রায় লোকসান খেয়েছেন। এবার আবার ভাল আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছিলেন কৃষকরা।
বাংলায় আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা শুরু হয়েছে। তবে ভাল ফলন না হওয়ার কারণ হিসেবে আবহাওয়ার খামখেয়ালিকেই দায়ী করছেন কৃষকরা। বীজ থেকে শুরু করে কীটনাশক সব কিছু ব্যবহার করেও ফলন হচ্ছে কম। আর এবার অকাল বৃষ্টি হয়নি বা ধ্বসা রোগের প্রাদুর্ভাব ছিল না, তাতেও ভাল ফলন হচ্ছে না। বিঘে প্রতি গড়ে ৬০ বস্তা আলু হচ্ছে।
আমরা এই প্রতিবেদনে ৭ মার্চ মঙ্গলবার বাংলার কোথায় কী দামে আলু বিক্রি হচ্ছে (Potato prices in West Bengal) তা জানব। কোন মোকামে বা ইউনিটে আলুর দাম (Potato mandi price) কত তা একেবারে সকালেই জেনে নিতে পারবেন কৃষক ও ব্যবসাসী ভাইয়েরা। তাতে আলু কেনা-বেচা করতে তাঁদের সুবিধা হবে।
মঙ্গলবার রাজ্যের কোথায় আলুর দাম কত (Today Potato Price In West Bengal):
সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন।