Advertisement

Potato Price In West Bengal: আজ নতুন আলুর দাম কত, ইউনিট অনুযায়ী মঙ্গলবারের দাম জানুন

গত বছর মাঠে দাম কিছুটা থাকলেও স্টোরে আলু রেখে সবাই প্রায় লোকসান খেয়েছেন। এবার আবার ভাল আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছিলেন কৃষকরা।

আজ নতুন আলুর দামআজ নতুন আলুর দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 8:50 AM IST
  • কৃষকদের দাবি, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে
  • বিঘে প্রতি গড়ে ৬০ বস্তা আলু হচ্ছে

দেশের মধ্যে আলু (Potato) উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। এই মরসুমে ভাল দাম পাওয়ার আশা করেছিলেন কৃষকরা। যদিও আলুর ভাল দাম না পাওয়ার অভিযোগ করছেন কৃষকরা। যার কারণে তাঁদের লোকসান হচ্ছে। কৃষকদের দাবি, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে। গোদের ওপর বিষফোড়া ফলন। আবহাওয়া অনুকূল থাকলেও বিঘে প্রতি আলুর ফলন কমেছে। সব মিলিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। গত বছর মাঠে দাম কিছুটা থাকলেও স্টোরে আলু রেখে সবাই প্রায় লোকসান খেয়েছেন। এবার আবার ভাল আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছিলেন কৃষকরা।

বাংলায় আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা শুরু হয়েছে। তবে ভাল ফলন না হওয়ার কারণ হিসেবে আবহাওয়ার খামখেয়ালিকেই দায়ী করছেন কৃষকরা। বীজ থেকে শুরু করে কীটনাশক সব কিছু ব্যবহার করেও ফলন হচ্ছে কম। আর এবার অকাল বৃষ্টি হয়নি বা ধ্বসা রোগের প্রাদুর্ভাব ছিল না, তাতেও ভাল ফলন হচ্ছে না। বিঘে প্রতি গড়ে ৬০ বস্তা আলু হচ্ছে।   

আমরা এই প্রতিবেদনে ৭ মার্চ মঙ্গলবার বাংলার কোথায় কী দামে আলু বিক্রি হচ্ছে (Potato prices in West Bengal) তা জানব। কোন মোকামে বা ইউনিটে আলুর দাম (Potato mandi price) কত তা একেবারে সকালেই জেনে নিতে পারবেন কৃষক ও ব্যবসাসী ভাইয়েরা। তাতে আলু কেনা-বেচা করতে তাঁদের সুবিধা হবে।

আরও পড়ুন

মঙ্গলবার রাজ্যের কোথায় আলুর দাম কত (Today Potato Price In West Bengal):

  • আলিপুরদুয়ার: ২২০ টাকা (৫০ কেজি বস্তা হিসেবে সব দাম)
  • দিনহাটা (কোচবিহার): ২৫০ টাকা 
  • কোচবিহার: ২৫০ টাকা
  • জলপাইগুড়ি: ২৫০ টাকা
  • ধূপগুড়ি (জলপাইগুড়ি): ২৫০ টাকা
  • আমলাগোরা (মেদিনীপুর): ৩৫০ টাকা
  • বদনগঞ্জ: ৩৪০ টাকা
  • বেলিয়াতোড়: ৩১৫ টাকা
  • বাঁকাদহ: ৩২০ টাকা
  • চমকাইতলা: ৩৩০ টাকা
  • চাতরা: ৩৩০ টাকা
  • চন্দ্রকোনা রোড: ৩০০ টাকা
  • গড়বেতা: ৩৫০ টাকা
  • জোরকা: ৩৩০ টাকা
  • জয়পুর: ৩৩০ টাকা
  • কারালাঘাট (পূর্ব বর্ধমান): ৩৯০ টাকা
  • কলকাতা: ৩২০ টাকা
  • কোতুলপুর: ৩৪০টাকা
  • কুমরুল: ৩০০ টাকা
  • কামারপুকুর: ৩৪০ টাকা
  • মাথাভাঙা (কোচবিহার): ২৫০ টাকা
  • মসাগ্রাম: ৩২০ টাকা
  • ডাকবাংলো: ৩৪০ টাকা
  • জামালপুর: ৩৯০ টাকা
  • ময়নাপুর: ৩৩০ টাকা
  • সোনামুখি: ৩৩০ টাকা
  • সুরে কালনা: ৩৯০ টাকা
  • উদয় নারায়ণপুর: ৩৫০ টাকা
  • পাণ্ডুয়া: ৩০০-৩৫০ টাকা
  • বর্ধমান: ৩৭০ টাকা
  • তারকেশ্বর: ৩৭০ টাকা

সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement