Advertisement

Digital Rupee: আর প্রয়োজন নেই নগদের, মঙ্গলবার থেকেই দেশে ডিজিটাল রুপি চালু করছে RBI

কাল অর্থাৎ ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল রুপি (Digital Rupee) চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আজ সোমবার তারা ঘোষণা করেছে যে পরীক্ষামূলক ভাবে (পাইলট প্রকল্প) ডিজিটাল রুপি চালু করা হবে।

মঙ্গলবার থেকেই দেশে ডিজিটাল রুপি চালুমঙ্গলবার থেকেই দেশে ডিজিটাল রুপি চালু
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 31 Oct 2022,
  • अपडेटेड 7:42 PM IST
  • পরীক্ষামূলক ভাবে ডিজিটাল রুপি চালু করা হবে
  • লেনদেনের খরচ কমে যাবে

কাল অর্থাৎ ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল রুপি (Digital Rupee) চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আজ সোমবার তারা ঘোষণা করেছে যে পরীক্ষামূলক ভাবে (পাইলট প্রকল্প) ডিজিটাল রুপি চালু করা হবে। আরবিআই-র বিজ্ঞপ্তি অনুসারে, আপাতত পাইকারি বাজারেই (Wholesale Segment) ডিজিটাল রুপি পরীক্ষামূলক ভাবে চালু করা হবে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও বলেছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি-সহ নয়টি ব্যাঙ্ক এই পরীক্ষামূলক প্রকল্পে অংশগ্রহণ করবে। তারা আরও বলেছে যে ডিজিটাল রুপি চালু হলে পাইকারি সেগমেন্টে লেনদেনের খরচ কমে যাবে।

RBI আরও বলেছে যে খুচরো সেগমেন্টে এক মাসের মধ্যে পরীক্ষামূলক ভাবে ডিজিটাল মুদ্রা চালু করার পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য পাইকারি লেনদেন এবং আন্ত-সীমান্ত পেমেন্ট হবে ডিজিটাল মুদ্রার মাধ্যমেই।

আরও পড়ুন

ডিজিটাল রুপিকে নগদে রূপান্তর করতে পারা যাবে। এছাড়াও ডিজিটাল লেনদেনের চার্জ কমানো যাবে। যে কোনও জালিয়াতি এড়াতে সক্ষম বলেও দাবি করা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement