Advertisement

RBI Penalty: একসঙ্গে ৮ ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ আরবিআইয়ের, বিরাট জরিমানা

ব্যাঙ্কিংয়ের কিছু নিয়ম না মানায় এই ব্যবস্থা নেওয়া হল। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের ৫৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছে।

আরবিআই।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 8:17 PM IST
  • রিজার্ভ ব্যাঙ্ক সোমবার আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে,8টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • ব্যাঙ্কিংয়ের কিছু নিয়ম না মানায় এই ব্যবস্থা নেওয়া হল।

ব্যাঙ্কিং নিয়মগুলি না মানার জন্য RBI প্রায়শই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিশেষ করে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে নিয়ে সতর্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার আরবিআই একযোগে ৮টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ করল। ব্যাঙ্কিংয়ের কিছু নিয়ম না মানায় এই ব্যবস্থা নেওয়া হল। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের ৫৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছে।

রিজার্ভ ব্যাঙ্ক সোমবার আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে,8টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ ভিত্তিক দ্য বিশাখাপত্তনম কো-অপারেটিভ ব্যাঙ্ককে সর্বোচ্চ ৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্ক আয়, সম্পত্তির শ্রেণিবিভাগ এবং হাউজিং স্কিমের অর্থায়ন সংক্রান্ত নীতি লঙ্ঘন করেছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাঙ্ক ৫৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। 

সেন্ট্রাল ব্যাঙ্ক বিবৃতিতে জানিয়েছে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর ভারত হেভি ইলেক্ট্রিক্যালস এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক তথ্য প্রদান সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে। কেরলের পালাক্কাদ জেলার দ্য ওট্টাপলাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেডের উপর ৫ লক্ষ টাকা এবং তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত দারুসসালাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 

রিজার্ভ ব্যাঙ্কের তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় অবস্থিত নেলোর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় অবস্থিত কাকিনাডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড। কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া কেন্দ্রপাড়া আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে ১ লক্ষ এবং উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপর ৫ লক্ষ জরিমানার নির্দেশ দিয়েছে আরবিআই। 

এর আগেও রিজার্ভ ব্যাঙ্কও মাসের শুরুতে আটটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল৷ এর মধ্যে রয়েছে মেহসানা কো-অপারেটিভ ব্যাঙ্ক, ওয়ারুদ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, মধ্যপ্রদেশের জেলা সমবায় ব্যাঙ্ক ছিন্দওয়ারা, , ইয়াভাতমাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক , ছত্তিসগড় স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, মধ্যপ্রদেশের গুনায় কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পানাজির গোয়া স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক। 

Advertisement

আরও পড়ুন- জিও-তে আকাশ, রিটেলে ইশা, ছোট ছেলেকে বড় দায়িত্ব অম্বানির

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement