ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি সমবায় ব্যাঙ্কের ওপরে বিধিনিষেধ আরোপ করল। এখন কোনও গ্রাহক এই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না। আরবিআই-র এই সিদ্ধান্তের খবর পৌঁছতেই মুম্বইয়ের আন্ধেরিতে ব্যাঙ্কের বিজয়নগর শাখার বাইরে বিপুল সংখ্যক মানুষ পৌঁছে যান। এই ব্যাঙ্ক হল নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক, যেখান থেকে টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
ব্যাঙ্কের আধিকারিকরা দাঁড়িয়ে থাকা লোকজনকে কুপন দিচ্ছেন, যাতে তাঁরা তাঁদের লকার খুলতে পারেন। তবে, যাদের অ্যাকাউন্টে টাকা জমা আছে তাঁদের টাকা তোলার অনুমতি নেই। কিছু লোকের বেতন সম্প্রতি এসেছে এবং তাঁরা টাকা তুলতেও পারেননি। কারণ তাঁদের টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি। এই নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য বলবৎ থাকবে।
আরবিআই কী বিধিনিষেধ আরোপ করেছে?
আরবিআই এই ব্যাঙ্ককে যে কোনও ধরনের ঋণ দেওয়া নিষিদ্ধ করেছে। এছাড়া ব্যাঙ্ক থেকে টাকা তোলাও বন্ধ রয়েছে। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কের আর্থিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে ব্যাঙ্কগুলো ভেঙে না পড়ে এবং জনগণের টাকা নিরাপদ থাকে।
এখন গ্রাহকদের কী হবে?
২০২৪ সালের মার্চ পর্যন্ত এই ব্যাঙ্কে ২৪৩৬ কোটি টাকা জমা ছিল। ফিক্সড ডিপোজিট ইনসিওরেন্স স্কিমে আমানতকারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা দাবি করার অধিকার রয়েছে। আমানতকারীদের ব্যাঙ্কে এনিয়ে আবেদন করতে বলা হয়েছে।
সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল কেন?
এ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাই RBI সেভিংস, কারেন্ট বা অন্য কোনও আমানত অ্যাকাউন্ট থেকে টাকা তোলা নিষিদ্ধ করেছে। আরবিআই জানিয়েছে যে আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এই ব্যবস্থাগুলি প্রয়োগ করা হয়েছে। নিউ কো-অপারেটিভ ব্যাঙ্কের মুম্বইয়ের আন্ধেরি, বান্দ্রা, বোরিভালি, চেম্বুর, ঘাটকোপার, গিরগাঁও, গোরেগাঁও, নরিমান পয়েন্ট, কান্দিভালি, মালাদ, মুলুন্ড, সান্তা ক্রুজ এবং ভারসোভায় শাখা রয়েছে। মুম্বই ছাড়াও এই ব্যাঙ্কের নভি মুম্বই, থানে, পালঘর, পুনে এবং সুরাটে শাখা রয়েছে।