Advertisement

RBI Restrictions: দুই ব্যাঙ্কের উপর RBI-র বিধিনিষেধ, ইচ্ছামতো টাকা তুলতে পারবেন না

Banking Regulation Act: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের অধীনে দুই ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তা বলবৎ থাকবে আগামী ৬ মাস। ৬ মাস পরে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2022,
  • अपडेटेड 6:24 PM IST
  • দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার দু'টি পৃথক বিবৃতিতে জানিয়েছে, লখনউ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং সীতাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের আর্থিক অবস্থা সঙ্গিন৷
  • এজন্য দুই ব্যাঙ্কেরর উপর বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাঙ্কিং পরিচালনায় গোলমাল হলেই পদক্ষেপ করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্য়াঙ্ক জালিয়াতির ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে আরও আরবিআই কঠোর হয়েছে। বিশেষ করে সমবায় ব্যাঙ্কগুলির উপর বেড়েছে নজরদারি। এবার উত্তরপ্রদেশের দু'টি সমবায় ব্যাঙ্ক আরবিআই-র আতসকাঁচের তলায়। উত্তরপ্রদেশের লখনউয়ের আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং সীতাপুরের আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার দু'টি পৃথক বিবৃতিতে জানিয়েছে, লখনউ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং সীতাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের আর্থিক অবস্থা সঙ্গিন৷ এজন্য দুই ব্যাঙ্কেরর উপর বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দু'টি সমবায় ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। নির্দিষ্ট সীমা স্থির করে দিয়েছে আরবিআই। 

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের অধীনে দুই সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তা বলবৎ থাকবে আগামী ৬ মাস। ৬ মাস পরে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে রিজার্ভ ব্যাঙ্ক। ততদিন লখনউ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা ৩০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। সীতাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহকদের টাকা তোলার সর্বোচ্চ সীমা ৫০ হাজার। 

আরবিআই জানিয়েছে, টাকা তোলার সীমা ছাড়াও দুই সমবায় ব্যাঙ্কের উপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই দু'টি সমবায় ব্যাঙ্কই রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া ঋণ দিতে পারবে না। বিনিয়োগ বা তহবিল সংগ্রহের জন্য লাগবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে অনুমোদন। বিধিনিষেধ বলবৎ থাকা পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নতুন করে আমানত নিতে পারবে না ব্যাঙ্কগুলি। কোনও সম্পত্তি বন্ধক বা বিক্রয়ের জন্য নিতে হবে কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমতি।

আরও পড়ুন- আয় ২.৫ লক্ষের কম হলেও দাখিল করুন আয়কর, কী ফায়দা জানেন?

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement