Advertisement

RBI Repo Rate Cut: রেপো রেট কমাতে পারে RBI, হালকা হবে EMI-এর বোঝা? আজ বড় ঘোষণা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসির বৈঠক চলছে। এই বৈঠক শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। আর শুক্রবার, ৫ ডিসেম্বর এই বৈঠকের সিদ্ধান্ত সামনে আসবে। আজ আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা মানিটরি পলিসির ক্ষেত্রে যেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি সম্পর্কে ঘোষণা করবেন। আর আশা করা হচ্ছে, এই সময় তিনি রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তও জানাবেন।

রেপো রেট কাটরেপো রেট কাট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 9:43 AM IST
  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসির বৈঠক চলছে
  • এই বৈঠক শুরু হয়েছিল ৩ ডিসেম্বর
  • শুক্রবার, ৫ ডিসেম্বর এই বৈঠকের সিদ্ধান্ত সামনে আসবে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসির বৈঠক চলছে। এই বৈঠক শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। আর শুক্রবার, ৫ ডিসেম্বর এই বৈঠকের সিদ্ধান্ত সামনে আসবে। আজ আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা মানিটরি পলিসির ক্ষেত্রে যেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি সম্পর্কে ঘোষণা করবেন। আর আশা করা হচ্ছে, এই সময় তিনি রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তও জানাবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিতে পারে। শুধু তাই নয়, তিনি জিডিপি এবং ডলারের নিরিখে টাকার দাম ৯০ পেরিয়ে যাওয়ার বিষয় নিয়েও কথা বলতে পারেন বলেও মনে করা হচ্ছে। তাই সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

২০২৫ সালে এতবার কমেছে রেপোরেট

আরবিআই গভর্নর সঞ্জয় মহহোত্রা এর আগেও অনুমান করেছেন যে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। আর তাঁর সময়কালে ঘটেছেও এমনটা। এর আগেও তিনবার রেপো রেট কমানো হয়েছে। ৩ বার বৈঠক করে ১ শতাংশ রেপো রেট কমানো হয়েছে।

এই বছরই ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল তারা। আবার এপ্রিলেও কমানো হয় ২৫ বেসিস পয়েন্ট। এখানেই শেষ নয়, জুন মাসে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। মুদ্রাস্ফীতি কমার ফলেই রেপো রেট কমানো হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর আগে অবশ্যই ২ বার রেপো রেট স্থিরও ছিল।

আপনার লোনের ইএমআই কমতে পারে

রেপো রেট হল সেই সুদ, যার উপর ভিত্তি করে আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। এর উপর ভিত্তি করে ব্যাঙ্ক আবার টাকা ধার দেয় আম জনতাকে। তাই রেপো রেট কমলে ব্যাঙ্ককে কম সুদ দিতে হয় আরবিআই-কে। যার ফলে ব্যাঙ্কও লোনের উপর সুদ কমাতে পারে। এই কারণে কমে ইএমআই। সাধারণ মানুষের পকেটে কিছুটা টাকা বাঁচে।

তবে এখনও এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি আরবিআই। তাই সুদের হার যে কমবে, এটা জোর গলায় বলা যাচ্ছে না। তবে রেপো রেট কমলে, অবশ্যই সুদের হার কমবে। হাতে টাকা বাঁচবে সাধারণ মানুষের।

Advertisement

Read more!
Advertisement
Advertisement