Advertisement

Rekha Jhunjhunwala Portfolio: স্বামী কিনেছিলেন ৩ টাকায়, টাটার সেই স্টকে একদিনে ৩০০ কোটি কামাই রেখা ঝুনঝুনওয়ালার

গতবছর মারা যান রাকেশ। সেই থেকে রেখাই সামলাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও। শেয়ার বাজারের দুনিয়ার রাজা ছিলেন রাকেশ। তাঁর পোর্টফোলিওয় থাকা স্টকগুলির দিকে নজর রাখলেন বিনিয়োগকারীরা।

rekha jhunjhunwala net worthrekha jhunjhunwala net worth
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 May 2023,
  • अपडेटेड 5:50 PM IST
  • রেখাই সামলাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও।
  • তাঁর পোর্টফোলিওয় থাকা স্টকগুলির দিকে নজর রাখলেন বিনিয়োগকারীরা।

এক দিনে ৩০০ কোটি টাকা কামিয়ে নিলেন রেখা ঝুনঝুনওয়ালা। টাটা গোষ্ঠীর একটি স্টক থেকে কামিয়েছেন তিনি। ওই শেয়ার মাত্র ২.৩১ শতাংশ বেড়েছিল শুক্রবার। তাতেই ৩০০ কোটি টাকার সম্পদ বেড়ে গিয়েছে রেখার। যিনি প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী। গতবছর মারা যান রাকেশ। সেই থেকে রেখাই সামলাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও। শেয়ার বাজারের দুনিয়ার রাজা ছিলেন রাকেশ। তাঁর পোর্টফোলিওয় থাকা স্টকগুলির দিকে নজর রাখলেন বিনিয়োগকারীরা। সেই সব স্টকই বছরের পর বছর মালামাল করেছে তাঁদের।     

শুক্রবার টাটা গোষ্ঠীর সংস্থা টাইটানের শেয়ারের বৃদ্ধি রেখা ঝুনঝুনওয়ালার সম্পদ এক দিনে ৩০০ কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। শুক্রবার টাইটানের শেয়ার ২.৩১ শতাংশ বেড়ে হয়েছে ২,৭৩২ টাকা। রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর থেকে তাঁর পোর্টফোলিও সামলাচ্ছেন  রেখা ঝুনঝুনওয়ালা। টাইটানে রেখা ঝুনঝুনওয়ালার বড় অংশীদারিত্ব রয়েছে। ২০২৩ সালের মার্চ ত্রৈমাসিকের জন্য টাইটান কোম্পানির অংশীদারিত্বের তথ্য বলছে, রেখা ঝুনঝুনওয়ালার টাইটানে ৫.২৯ শতাংশ শেয়ার রয়েছে। তাঁর কাছে আছে টাইটানের মোট ৪,৬৯,৪৫,৯৭০টি শেয়ার। শুক্রবার টাইটানের শেয়ার ৬৫ টাকা পর্যন্ত বেড়েছিল। এ কারণে রেখা ঝুনঝুনওয়ালার সম্পদ বেড়েছে ৩,০৫১,৪৮৮,০৫০ টাকা। 

টাইটানে বাম্পার লাভ

আরও পড়ুন

গত এক বছরে টাইটানের শেয়ার বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এক বছরে ২২০৭ টাকা থেকে  ২৭৩৪ টাকায় পৌঁছয় শেয়ার। ২০২৩ সালের মার্চ ত্রৈমাসিকে রেখা ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানির আরও শেয়ার কিনেছিলেন। এর আগে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই টাটা গোষ্ঠীর সংস্থায় তাঁর কাছে ছিল ৪,৫৮,৯৫,৯৭০টি স্টক। রেখা ঝুনঝুনওয়ালা এ বছরের এপ্রিল মাসে প্রকাশিত ফোর্বসের ২০২৩ বিলিওনেয়ার তালিকায় ভারতের প্রথম ১৬ ধনকুবেরের মধ্যে অন্যতম। 

৩ টাকায় টাইটান কিনে কোটিপতি ঝুনঝুনওয়ালা

রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও দেখছেন রেখা। জানা গিয়েছে,২০০২-০৩ সালে রাকেশ ঝুনঝুনওয়ালা মাত্র ৩ টাকায় টাইটানের শেয়ার কিনেছিলেন। যা পৌঁছয় ২,৬১৯ টাকায়। বলে রাখি, টাইটান স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ২,৭৯১ টাকা। ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ১৮২৫.০৫ টাকা। গত তিন বছরে টাইটানের শেয়ার বেড়েছে ২৩০ শতাংশ। ২০২০ সালের ৮ মে কোম্পানির শেয়ার বিএসইতে ৮৩৩.১০ টাকায় বন্ধ হয়েছিল। এখন টাইটানের শেয়ার ২৭০০ টাকা ছাড়িয়েছে। গত পাঁচ দিনে স্টকটি ২.৭৭ শতাংশ বেড়েছে। এই স্টকটি গত এক মাসে ৫.৭৪ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে স্টকটি ০.৩৫ শতাংশ কমেছে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement