Advertisement

Jio World Convention Centre: দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার খুলল Reliance, কী রয়েছে?

জিও ওয়ার্ল্ড সেন্টার (Jio World Centre) খুলছে মুম্বইয়ে। তাতে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র, কনভেনশন হল থেকে যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা।

জিও ওয়ার্ল্ড সেন্টার। জিও ওয়ার্ল্ড সেন্টার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2022,
  • अपडेटेड 3:16 PM IST
  • জিও ওয়ার্ল্ড সেন্টার (Jio World Centre) খুলছে মুম্বইয়ে।
  • দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার লঞ্চের ঘোষণা।
  • ধীরুভাই অম্বানি স্কোয়ারে বিনামূল্যে ঢোকা যাবে। সাধারণ মানুষের খোলা থাকবে এটি।

দেশের বৃহত্তম ডেস্টিনেশন সেন্টার জিও ওয়ার্ল্ড সেন্টারের দ্বারোদঘাটনের ঘোষণা করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। ১৮.৫ একর জায়গা জুড়ে রয়েছে জিও ওয়ার্ল্ড সেন্টার (Jio World Centre)। মুম্বইয়ের বাণিজ্যিক কেন্দ্র বান্দ্রা কুর্লায় রয়েছে এটি।  

জিও ওয়ার্ল্ড সেন্টার (Jio World Centre) নিয়ে সংস্থা জানিয়েছে, এখানে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র,একটি  মিউজিক্যাল ফাউন্টেন, পোশাক বিপণনী কেন্দ্র, ক্যাফে, খাবারের জায়গা, অ্যাপার্টমেন্ট, অফিস এবং সংযোগ কেন্দ্র-সহ আধুনিক যাবতীয় সুযোগ-সুবিধা। 

এই সেন্টার নিয়ে নীতা অম্বানি জানান, গৌরবময় রাষ্ট্র ভারতের প্রতীক এটি। জিও ওয়ার্ল্ড সেন্টারে রয়েছে দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার। সাংস্কৃতিক কেন্দ্র থেকে রসনাতৃপ্তিও করতে পারবেন।            

আরও পড়ুন

শুরুতে ধীরুভাই অম্বানি স্কোয়ার (Dhirubhai Ambani Square),মিউজিক্যাল ফাউন্টেন অব জয় এবং জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের (Jio World Convention Centre) দ্বারোদঘাটন করা হয়েছে। তার পর ধীরে ধীরে খুলে যাবে বাকিগুলিও। পরের বছরের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার উন্মুক্ত করা হবে। 

ধীরুভাই অম্বানি স্কোয়ারে (Dhirubhai Ambani Square) বিনামূল্যে ঢুকতে পারবেন সাধারণ। সকলের জন্য খোলা থাকবে এটি। পাশেই Fountain of Joy-এ রয়েছে ফায়ার শুটার্স, ৩৯২-র বেশি ওয়াটার জেট এবং ৬০০-র বেশি এলইডি। নীতার কথায়,'ধীরুভাই অম্বানি স্কোয়ার ও ফাউন্টেন অব জয়কে মুম্বইবাসীদের উৎসর্গ করেছি। এটি মুম্বইয়ের মানুষের কাছে প্রিয় জায়গা হয়ে উঠবে।'          

Read more!
Advertisement
Advertisement