New RBI Governor: RBI-এর নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য। তিনি বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে আর্থিক পরিষেবা বিভাগের (DFS) সচিব সঞ্জয় মালহোত্রাকে কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পরিচালক হিসাবে মনোনীত করেছে।
সঞ্জয় মালহোত্রা কে?
সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। ২০২০ সালের নভেম্বরে REC-এর চেয়ারম্যান এবং MD হন। এর আগে তিনি জ্বালানি মন্ত্রকের অতিরিক্ত সচিব পদেও কাজ করেছেন। সঞ্জয় মালহোত্রা আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন। পরবর্তীতে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। গত ৩০ বছর ধরে, মালহোত্রা পাওয়ার, ফিনান্স, ট্যাক্সেশন, আইটি এবং খনি বিভাগে কাজ করেছেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অর্থ ও কর ব্যবস্থার ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার বর্তমান নিয়োগের অধীনে, তিনি প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে কর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গত ৬ বছর ধরে দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস
উর্জিত প্যাটেলের আকস্মিক পদত্যাগের পর ছয় বছর আগে আরবিআই গভর্নরের দায়িত্ব নেন শক্তিকান্ত দাস। কোভিডের কারণে দেশে উদ্ভূত মূল্যস্ফীতির সমস্যা নিয়ন্ত্রণে এবং তার পরের সময়ে তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন।