Advertisement

Rs 500 Fake Currency: এবার ৫০০ টাকার নোট নিয়ে বড় খবর, আরবিআই-এর উদ্বেগ বাড়ল

১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানায়। দেশের সব ব্যাঙ্কে ২০০০ টাকার নোট ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার RBI-এর বার্ষিক রিপোর্টে ৫০০ টাকার নোট নিয়েও বড়সড় কথা জানানো হয়েছে।

৫০০ টাকার নোট নিয়ে বড় খবর৫০০ টাকার নোট নিয়ে বড় খবর
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 31 May 2023,
  • अपडेटेड 11:21 PM IST
  • জাল ৫০০ নোটের অনুপ্রবেশ ক্রমাগত বাড়ছে
  • ২০২২-২৩ সালে ৫০০ টাকার প্রায় ৯১ হাজার ১১০টি জাল নোট ধরা পড়ে

১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানায়। দেশের সব ব্যাঙ্কে ২০০০ টাকার নোট ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার RBI-এর বার্ষিক রিপোর্টে ৫০০ টাকার নোট নিয়েও বড়সড় কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সামনে ৫০০ টাকার নোট সংক্রান্ত এই অসুবিধা সামনে এসেছে। আসলে, ২০০০ টাকার গোলাপি নোট বন্ধ করার পরে, এখন দেশের সবচেয়ে বড় মুদ্রার নোট ৫০০০ টাকা রিজার্ভ ব্যাঙ্কের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাল ৫০০ নোটের অনুপ্রবেশ ক্রমাগত বাড়ছে। ২০২২-২৩ সালে ৫০০ টাকার প্রায় ৯১ হাজার ১১০টি জাল নোট ধরা পড়ে, যা ২০২১-২২ সালের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি। ২০২০-২১ সালে ৫০০ টাকার ৩৯,৪৫৩টি জাল নোট ধরা পড়ে। ২০২১-২২ সালে ৭৬ হাজার ৬৬৯ মূল্যের জাল নোট ধরা পড়ে।

২০০০ টাকার জাল নোটের সংখ্যা কমেছে

জাল নোট উদ্ধারের ক্ষেত্রে ৫০০ টাকার নোটের পাশাপাশি ২০০০ টাকার জাল নোটও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তাদের সংখ্যা কমেছে এবং ২০২২-২৩ অর্থবছরে ২০০০ টাকার জাল নোটের সংখ্যা ২৮ শতাংশ কমে ৯ হাজার ৮০৬টি হয়েছে। ৫০০ ও ২০০০ টাকার নোট ছাড়াও ধরা হয়েছে ১০০, ৫০, ২০, ১০ টাকার জাল নোট। আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কিং সেক্টরে ধরা পড়া জাল নোটের মোট সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৬৯, যেখানে গত বছর পাওয়া গিয়েছিল ২ লাখ ৩০ হাজার ৯৭১ টাকার জাল নোট।

২০ টাকার জাল নোটের অনুপ্রবেশ বেড়েছে

এই বছর, ৫০০ টাকার পাশাপাশি ২০ টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে। ২০ টাকার জাল নোট ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১০ টাকার জাল নোটের সংখ্যা ১১.৬ শতাংশ কমেছে, ১০০ টাকার জাল নোটের সংখ্যা ১৪.৭ শতাংশ কমেছে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement