Advertisement

Rules Change From 1 February: বাজেটের দিন থেকে এই ৪ বদল ঘটছে, কী কী জেনে নিন

পয়লা ফেব্রুয়ারি থেকে দেশে ৫টি বড় পরিবর্তন হতে চলেছে। তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চলুন জেনে নেওয়া যাক, কী কী বদল ঘটতে চলেছে-

বাজেট ২০২৫বাজেট ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jan 2025,
  • अपडेटेड 8:33 PM IST
  • পয়লা ফেব্রুয়ারি থেকে দেশে ৪টি বড় পরিবর্তন হতে চলেছে।
  • তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।

আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে দেশের সাধারণ বাজেট (Budget 2025)। তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বাভাবিকভাবেই বাজেটের উপর নজর রাখবেন দেশের আমজনতা। তবে পয়লা ফেব্রুয়ারি থেকে দেশে ৫টি বড় পরিবর্তন হতে চলেছে। তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চলুন জেনে নেওয়া যাক, কী কী বদল ঘটতে চলেছে-

প্রথম পরিবর্তন- প্রতি মাসের প্রথম দিনে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম বদল করে। প্রকাশ করে সংশোধিত দাম। যার প্রভাব পড়ে ঘরের রান্নাঘর থেকে শুরু করে রেস্তোরাঁর খাবারের বিলে। ১ ফেব্রুয়ারি এলপিজির নতুন হারও প্রকাশিত হতে পারে। গত কয়েক মাসের দিকে তাকালে দেখা যাবে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেশ কয়েকবার বেড়েছে। কিন্তু ১৪ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই আছে।

দ্বিতীয় পরিবর্তন- এটিএফের দাম। উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে আগত  পুণ্যার্থীদের সংখ্যার বাড়ার সঙ্গে বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে। সরকার এবং ডিজিসিএকে মধ্যস্থতা করতে হয়েছে। এলপিজির পাশাপাশি বিমানের জ্বালানি এয়ার টারবাইন ফুয়েলের (এটিএফ) দামও সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি। গত কয়েক মাসের দিকে তাকালে বোঝা যাবে, বিমানের জ্বালানির দাম কমেছে। এবার কি হবে?

তৃতীয় পরিবর্তন- মারুতি গাড়ি মহার্ঘ হয়ে উঠেছে। দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মডেলের দাম ৩২,৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই পরিবর্তনের ফলে যেসব মডেলের দাম পরিবর্তন হবে- Alto K10, S-Presso, Celerio, Wagon R, Swift, Dzire, Brezza, Ertiga, Ignis, Baleno, Ciaz, XL6, Francox, Invicto, Jimny এবং Grand Vitara। এর মানে হল, মারুতি গাড়ি কিনলে আপনার পকেট খরচ আরও বেড়ে যাবে।

চতুর্থ পরিবর্তন - কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কিছু পরিষেবা পরিবর্তনের ঘোষণা করেছে। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এটিএম লেনদেনের বিনামূল্যের সীমা হ্রাস। অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবার চার্জ বৃদ্ধি। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহক হলে সরাসরি আপনার উপর প্রভাব ফেলবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement