Advertisement

Rupee হতে চলেছে আন্তর্জাতিক, এই ৩ দেশের সঙ্গে এবার টাকায় ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তঃসীমান্ত ঋণ লেনদেনে ভারতীয় মুদ্রা টাকার ব্যবহার বাড়ানোর  লক্ষ্যে একটি পরিকল্পনা নিয়েছে আরবিআই। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বাড়ানোর অনুঘটক হতে চলেছে।

ডলার বনাম টাকাডলার বনাম টাকা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2025,
  • अपडेटेड 9:36 PM IST
  • টাকার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত।
  • তিন দেশের সঙ্গে টাকায় বাণিজ্য।

ভারতের টাকা কি এবার ডলারের সঙ্গে প্রতিস্পর্ধায় নামবে? এই কথা বলার কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি সিদ্ধান্ত! যে সিদ্ধান্তের জেরে আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হতে পারে ভারতের টাকা। আর এহেন পদক্ষেপকে সাহসী বলে মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।  

আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তঃসীমান্ত ঋণ লেনদেনে ভারতীয় মুদ্রা টাকার ব্যবহার বাড়ানোর  লক্ষ্যে একটি পরিকল্পনা নিয়েছে আরবিআই। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বাড়ানোর অনুঘটক হতে চলেছে। আরবিআই জানিয়েছে, ভারতীয় ব্যাঙ্কগুলি এখন থেকে ভূটান, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য ঋণ দিতে পারে। এই ঋণ কেবল বাণিজ্যের উদ্দেশ্যে দেওয়া যেতে পারে।

এর ফলে ভারত, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে টাকা নির্ভর বাণিজ্য বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী হবে টাকার অবস্থান। ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, টাকা ভিত্তিক আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্য প্রধান বিদেশি মুদ্রার সাপেক্ষে সঠিক দর দেওয়া হবে। 

আরবিআই আরও জানিয়েছে, স্পেশাল রুপি ভাস্ট্রো অ্যাকাউন্টে থাকা (এসআরভিএ) অর্থের ব্যবহারের পরিধি। এই ধরনের তহবিল এখন কর্পোরেট বন্ড এবং বাণিজ্যিক সার্টিফিকেটে বিনিয়োগের জন্য ব্যবহৃত হতে পারে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল- আন্তর্জাতিক লেনদেনে টাকার চাহিদা বৃদ্ধি, ডলারের উপর নির্ভরতা কমানো, ভারতের প্রতিবেশীদের জন্য বিকল্প তহবিল দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় ভারতীয় টাকাকে প্রতিযোগিতামূলক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা।

আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রার কথায়,'আমরা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় টাকা ব্যবহারের ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছি। এই পরিকল্পনা খুবই কার্যকর। বিশ্বব্যাপী অস্থিরতার মোকাবিলায় এই সিদ্ধান্ত'।

TAGS:
Read more!
Advertisement
Advertisement