Advertisement

Stock Market News:শেয়ারবাজার শুধুই 'লাল', বড় বড় কোম্পানির স্টকের হাল খারাপ, কত কোটি টাকা ডুবল?

Stock Market News: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের(FII) শেয়ার বিক্রির হুড়োহুড়ি। আর তার জেরে ধস বাজারে।সোমবারের দিনের শুরুতে সেনসেক্স 742 পয়েন্ট কমল। স্টক মার্কেটের যেন অলক্ষীর ছায়া পড়েছে। অটোমোবাইল, কনজিউমার ডিউরেবলস এবং মেটালের মতো সেক্টরের শেয়ার পড়েছে। নিফটিও 194 পয়েন্টে ধসেছে।

Stock Market CrashStock Market Crash
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 May 2024,
  • अपडेटेड 2:01 PM IST
  • বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের(FII) শেয়ার বিক্রির হুড়োহুড়ি। আর তার জেরে ধস বাজারে।
  • সোমবারের দিনের শুরুতে সেনসেক্স 742 পয়েন্ট কমল। স্টক মার্কেটের যেন অলক্ষীর ছায়া পড়েছে।
  • অটোমোবাইল, কনজিউমার ডিউরেবলস এবং মেটালের মতো সেক্টরের শেয়ার পড়েছে। নিফটিও 194 পয়েন্টে ধসেছে।

Stock Market News: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের(FII) শেয়ার বিক্রির হুড়োহুড়ি। আর তার জেরে ধস বাজারে। সোমবার, ১৩ মে দিনের শুরুতে সেনসেক্স 742 পয়েন্ট কমল। স্টক মার্কেটের যেন অলক্ষীর ছায়া পড়েছে।

অটোমোবাইল, কনজিউমার ডিউরেবলস এবং মেটালের মতো সেক্টরের শেয়ার পড়েছে। নিফটিও 194 পয়েন্টে ধসেছে

বিনিয়োগকারীরা 4.85 লক্ষ কোটি টাকা হারিয়েছেন

বাজার সূচক নামার ফলে সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের 4.85 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর আগে শুক্রবার, 10 মে 396.6 লক্ষ কোটি টাকায় বাজার ক্লোজ হয়েছিল। আর এখন সেটা 391.75 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

Tata Motors, JSW Steel, IndusInd Bank, SBI, Tata Steel, NTPC, এবং RIL এর মত উল্লেখযোগ্য স্টকের দাম কমেছে। দিন শুরুর লেনদেনে 7.69% এর মতো কমেছে এই শেয়ারগুলি।

এই অস্থিরতার মধ্যেও, 89টি স্টক তাদের 52-সপ্তাহের হাই-তে পৌঁছেছে। অন্যদিকে 33টি শেয়ার তাদের 52-সপ্তাহের সর্বনিম্নে। বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) সোমবার প্রথম কয়েক ঘণ্টার ট্রেডিংয়ের রিপোর্ট এমনই।

লালে লাল বাজার

এদিন 3,431টি স্টকের মধ্যে মাত্র 910টি উর্দ্ধমুখী হয়েছে। 2,371টি স্টক লাল রঙে। 125টি অপরিবর্তিত রয়েছে।

অটো, ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলস প্রোডাক্টসের শেয়ার কমেছে। মোট 19টি বিএসই সেক্টরাল ইনডেক্স হ্রাস পেয়েছে।

BSE অটো, মেটাল, ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলস ইনডেক্স যথাক্রমে 1,333 পয়েন্ট, 669 পয়েন্ট, 452 পয়েন্ট এবং 524 পয়েন্ট কমেছে।

ব্যাপক মন্দার আবহে, 158টি স্টক তাদের লোয়ার সার্কিট সীমাতে। 153টি তাদের আপার সার্কিট সীমা হিট করেছে।

বিএসই মিডক্যাপ সূচক 632 পয়েন্ট কমে 40,395 এ পৌঁছেছে। ফলে এটি সামগ্রিকভাবে বাজারে দুর্বলতারই ইঙ্গিত বলা যেতে পারে। একইভাবে, বিএসই স্মল ক্যাপ স্টক সূচকও 773 পয়েন্ট কমে 44,623 -এ নেমেছে।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত শুক্রবার সব মিলিয়ে প্রায় 2,117 কোটি টাকার ইক্যুইটি বিক্রি করে দেয়। এদিকে দেশীয় বিনিয়োগকারীরা 2,709 কোটি টাকার শেয়ার কিনেছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রাথমিক তথ্য অনুসারে এমনটা জানা গিয়েছে।

10 মে পর্যন্ত বিগত সাতটি ট্রেডিং সেশনে 24,975 কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে FII-রা। 

খবরটি ইংরাজিতে পড়তে ক্লিক করুন এইখানে

Advertisement

Read more!
Advertisement
Advertisement