Advertisement

Stock Market Fall: Sensex পড়ল ৫১৯ পয়েন্ট, Nifty ২৫৬০০ র নীচে; এখনই কি বিনিয়োগের সুবর্ণ সুযোগ?

এ দিনের শেষে ৫১৯.৩৪ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। শতাংশের হিসেবে প্রায় ০.৬২। যার ফলে এখন সূচক রয়েছে ৮৩,৪৫৯.৫ পয়েন্টে। ও দিকে আজ তলিয়ে গিয়েছে নিফটি ৫০-ও। এটি ১৬৫.৭০ শতাংশ পড়েছে। যার ফলে এটি রয়েছে ২৫.৫৯৭.৬৫-এ।

স্টক মার্কেট ফলস্টক মার্কেট ফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 4:46 PM IST
  • এ দিনের শেষে ৫১৯.৩৪ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স
  • শতাংশের হিসেবে প্রায় ০.৬২
  • এখন সূচক রয়েছে ৮৩,৪৫৯.৫ পয়েন্টে

আবার নামল সেনসেক্স, নিফটি। সোমবারের পর আজও নিম্নমুখী ভারতের স্টক মার্কেট। এ দিন বিদেশ বিনিয়োগকারীদের একটা বড় অংশ মার্কেট থেকে টাকা তুলে নিয়েছে। যার ফলে একাধিক স্টক আজ ধসে পড়েছে।

এ দিনের শেষে ৫১৯.৩৪ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। শতাংশের হিসেবে প্রায় ০.৬২। যার ফলে এখন সূচক রয়েছে ৮৩,৪৫৯.৫ পয়েন্টে। ও দিকে আজ তলিয়ে গিয়েছে নিফটি ৫০-ও। এটি ১৬৫.৭০ শতাংশ পড়েছে। যার ফলে এটি রয়েছে ২৫.৫৯৭.৬৫-এ।

বড় ধস এ সব স্টকে

এ দিন অনেকটাই নেমে গিয়েছে পাওয়ার গ্রিড স্টকটি। এটির দাম ৩.১৮ শতাংশ কমেছে। এখন এই স্টকের দাম রয়েছে ২৭৮.৮৫ টাকাতে। এছাড়া পড়েছে ইটারনালও। এই স্টকটি ২.৭১ শতাংশ নেমে গিয়েছে। পাশাপাশি টাটা মটরস, টাটা স্টিল, মারুতি সুজুকি এবং ভারত ইলেকট্রনিস্ক পড়েছে যথাক্রমে ২.৩৫ শতাংশ, ১.৮৩ শতাংশ, ১.৭৩ শতাংশ এবং ১.৬০ শতাংশ।

এছাড়াও সেনসেক্স পড়ার পিছনে ৫টি হেভিওয়েট স্টকও রয়েছে। সেগুলি হল এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, আইসিআইসি ব্যাঙ্ক, এল অ্যান্ড টি এবং ইটারনাল। এগুলির দাম অনেকটা কমেছে।

ও দিকে সেক্টরগুলির দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে বিএসই আইটি ইন্ডেক্স পড়েছে ১.০৬ শতাংশ। এটা রয়েছে ৩৪,৬০০.৫৭-এ। এছাড়া বিএসই মেটাল পড়েছে ১.৪০ শতাংশ। এটা রয়েছে ৩৪,৭৬৪.১২ পয়েন্টে।

মাথায় রাখতে হবে, এ দিন ৪৩২২ অ্যক্টিভ স্টক ট্রেড করেছেন। এদের মধ্যে ১৬০০ স্টকের দাম বেড়েছে। আর কমেছে ২৫৪৪ স্টকের দাম। আর ১৬৮ স্টকের দাম রয়েছে একই।

শেয়ারমার্কেটের এই ধস সম্পর্কে জিওজিৎ ফিনন্সিয়াল সার্ভিসেসের হেড অব রিসার্ড ভিনোদ নায়ার জানান, ভারতের ইক্যুয়েটি মার্কেট আজ নীচে নেমেছে বিশ্বের মার্কেটের খারাপ অবস্থার জন্য। এক্ষেত্রে আইটি থেকে শুরু করে মেটাল এবং পাওয়ার স্টকে ভারী বিক্রি হয়েছে।

কী হতে চলেছে?

এই সম্পর্কে বিশেষ কিছু এখন বলা যাবে না। তবে এমন পরিস্থিতিতে চাইলে মার্কেট নামার সময় বিনিয়োগ করা যেতেই পারে। কারণ, মার্কেট কিছু বাড়তে পারে বলেই জানালেন নায়ার। তবে কিনুন আর যাই করুন, সতর্ক থাকতে হবে। কারণ, মার্কেটে এখন রয়েছে অনিশ্চয়তা। যে কোনও সময় অনেক কিছুই ঘটে যেতে পারে।

Advertisement

তবে এই নিবন্ধ দেখে কোনও সিদ্ধান্ত নেবেন না। তার আগে পরামর্শ নিয়ে নিন বিশেষজ্ঞের। পাশাপাশি নিজেও রিসার্চ করুন। তাহলেই কাজ হবে।

Read more!
Advertisement
Advertisement