Advertisement

Sensex-Nifty 'অল টাইম হাই', বাজার খুলতেই রেকর্ড, কোন স্টকে মালামাল লগ্নিকারীরা?

Sensex Nifty Today: আবারও নয়া রেকর্ড সেনসেক্স ও নিফটির। সোমবার বাজার খুলতেই সর্বকালের সর্বোচ্চে পৌঁছাল দুই সূচক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মূলত অটো সেক্টরের শেয়ারগুলির ভাল পারফর্ম্যান্সের কারণেই শেয়ারগুলি তুমুল হারে বেড়েছে। 

sensex nifty-র লেটেস্ট আপডেটsensex nifty-র লেটেস্ট আপডেট
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Sep 2024,
  • अपडेटेड 10:24 AM IST
  • আবারও নয়া রেকর্ড সেনসেক্স ও নিফটির।
  • সোমবার বাজার খুলতেই সর্বকালের সর্বোচ্চে পৌঁছাল দুই সূচক।
  • S&P BSE সেনসেক্স 155.32 পয়েন্ট বেড়ে 82,521.09 -এ পৌঁছেছে।

আবারও নয়া রেকর্ড সেনসেক্স ও নিফটির। সোমবার বাজার খুলতেই সর্বকালের সর্বোচ্চে পৌঁছাল দুই সূচক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মূলত অটো সেক্টরের শেয়ারগুলির ভাল পারফর্ম্যান্সের কারণেই শেয়ারগুলি তুমুল হারে বেড়েছে। 

S&P BSE সেনসেক্স 155.32 পয়েন্ট বেড়ে 82,521.09 -এ পৌঁছেছে। অন্যদিকে NSE Nifty50 77.20 পয়েন্ট বেড়ে সকাল 9:35 নাগাদ 25,313.10 -এ পৌঁছেছে।

'সোমবার সকালে, বেঞ্চমার্ক নিফটি দ্রুত হারে বেড়েছে। মার্কিন ফেডের মুদ্রাস্ফীতি পরিমাপক অনুযায়ী সেপ্টেম্বরে সুদের হার কমতে পারে। সেই সঙ্গে WTI ক্রুড ফিউচারের দাম কমা এবং বিদেশি বিনিয়োগকারীদের(FII) দালাল স্ট্রিটে গত সপ্তাহে 9,217 কোটি টাকার বিনিয়োগের ফলে বাজার চাঙ্গা। বিনিয়োগকারীরা এখন অগাস্টের ইউএস কর্মসংস্থানের রিপোর্টের দিকে নজর দিচ্ছে। এটি ৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এর উপর ফেডের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। এদিকে, বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও ৯ সেপ্টেম্বর ওপেন হবে। সেটার টার্গেট বাজার থেকে 6,560 কোটি টাকা তোলা,' বলছেন মেহতা ইক্যুইটিজের রিসার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত তাপসে।

আরও পড়ুন

NIfty টপ গেইনার্স তালিকা


উপরের তালিকায় যদি দেখেন, সোমবার দিনের শুরুতে NIFTY-র টপ গেইনার্স, অর্থাৎ সবচেয়ে বেশি যে শেয়ারগুলি বেড়েছে, তার মধ্যে হিরো মোটোর্কর্প এবং বাজাজ অটো আছে। HEROMOTOCO আজ 5,535 টাকায় ওপেন হয়েছে। এর আগের ক্লোজিংয়ে এটি ছিল 5,455 টাকা। একইভাবে BAJAJ-AUTO আজ 10,926 টাকায় ওপেন হয়েছে। আগের ক্লোজিংয়ে সেটাই 10,891 টাকা ছিল। 

এখন কি বাজার বিনিয়োগের জন্য ভাল?

আপাতত অগাস্টের মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের রিপোর্টের উপরে নজর রাখছেন দুঁদে বিনিয়োগকারীরা। আগামী ৬ সেপ্টেম্বর এটি প্রকাশিত হবে। এর উপর ভিত্তি করে মার্কিন ফেডের পরবর্তী পদক্ষেপ নেবে। অর্থাৎ সুদের হার থেকে শুরু করে বিনিয়োগ, সবই এর সঙ্গে জড়িয়ে। ফলে সেদিকে নজর রেখে বিনিয়োগ করতে হবে। 

এর পাশাপাশি, বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও-র দিকেও তাকিয়ে বিনিয়োগকারীরা। বাজাজের অন্য শেয়ারগুলি মোটামুটি ভালই অবস্থানে আছে। সেই পরিপ্রেক্ষিতে নয়া আইপিও কেমন যায়, সেটাও লক্ষ্যণীয় হবে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement