Advertisement

10 Share Increased: পঞ্চম দফার আগে 'রকেট' ১০ শেয়ার, বাজারে নয়া রেকর্ড, তেজি আদানি-আম্বানির স্টকও

share

Share Market
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2024,
  • अपडेटेड 2:50 PM IST
  • একদিনে ১০ শতাংশের বেশি বাড়ল একটি শেয়ার।
  • আদানি-আম্বানির শেয়ারেও তেজি।

বৃহস্পতিবার শেয়ারবাজার মন্দা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিল। আচমকা সেনসেক্স এবং নিফটি ঊর্ধ্বগতিতে চলতে শুরু করল। বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে ১০টি শেয়ার। এর মধ্যে রয়েছে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপেরআদানি এন্টারপ্রাইজ থেকে শুরু করে রেলওয়ের স্টক আইআরএফসি-আরভিএনএল এবং অন্যান্য। এর মধ্যে একাধিক শেয়ার ১০ শতাংশের বেশি লাফিয়েছে।

কোন ১০টি শেয়ার রকেটের গতিতে ছুটছে? স্টক মার্কেটের উত্থানের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কোচিন শিপইয়ার্ডের শেয়ার। বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত এটি ১১.২৫ শতাংশ বেড়েছে। এর বাইরে শিপিং কর্পোরেশন ইন্ডিয়া স্টকের শেয়ার বেড়েছে ১০ শতাংশ। এর বাইরে রেলওয়ের শেয়ারও রকেট হয়েছে। একদিকে IRFC স্টক ৮ শতাংশ বেড়েছে, অন্যদিকে RVNL স্টকও প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। PNB হাউজিং ফাইন্যান্সের শেয়ারও ৮ শতাংশের বেশি বেড়েছে।

আদানি-আম্বানির স্টকগুলিও রয়েছে শীর্ষ ১০ স্টকের মধ্যে। গৌতম আদানির কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর বেড়েছে ৭.৫০  শতাংশের বেশি। সেই সঙ্গে মাজগাঁও ডকের স্টক ৬.৩৪ শতাংশ বেড়েছে। ভারত ডায়নামিকের স্টক বেড়েছে ৬.১৪ শতাংশ। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কোম্পানি Jio Financial Servicesও ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পাওয়ারের শেয়ার ৪ শতাংশ বেড়ে ব্যবসা করছে। 

ইতিহাস তৈরি করেছে বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ার সূচক। প্রায় ৮৫৩ অঙ্ক বেড়ে পৌঁছে গিয়েছে ৭৫,০৭৫-এর ঘরে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও পৌঁছে গিয়েছে সর্বকালের উচ্চতায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিফটি বেড়েছে ২৬৭ অঙ্ক। পৌঁছে গিয়েছে ২২,৮৬৫ অঙ্কে। এনএসই-র তালিকাভুক্ত ২,৫৭২ শেয়ারের মধ্যে ১২২০টি শেয়ার বেড়েছে। ১২৪২টি শেয়ারে পতন এখনও অব্যাহত। ১১০টি শেয়ারের দর অপরিবর্তিত। এর মধ্যে আবার শতাধিক শেয়ার ৫২ সপ্তাহের উচ্চস্তর স্পর্শ করেছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement