Advertisement

Share Market News: ভোট গণনার প্রভাব, বাজার খুলতেই এক ধাক্কায় ২,৫০০ পয়েন্ট পড়ল Sensex

লোকসভা ভোটের গণনা চলছে। প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। আর তারই মধ্যে বড়সড় প্রভাব পড়ল শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় ২,৫০০ পয়েন্ট কমে গেল Sensex ।

sensex vote resultsensex vote result
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 9:56 AM IST
  • লোকসভা ভোটের গণনা চলছে।
  • প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। আর তারই মধ্যে বড়সড় প্রভাব পড়ল শেয়ার বাজারে।
  • মঙ্গলবার বাজার খোলার আগেই প্রি-ওপেন ট্রেন্ডে দেখা যাচ্ছে এক ধাক্কায় ১,৬০০ পয়েন্ট কমে গেল Sensex ।

লোকসভা ভোটের গণনা চলছে। প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। আর তারই মধ্যে বড়সড় প্রভাব পড়ল শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় ২,৫০০ পয়েন্ট কমে গেল Sensex ।

গতকাল যেখানে বুথ ফেরত সমীক্ষা প্রভাবে বিপুল হারে বেড়েছিল সেনসেক্স ও নিফটি, সেই তুলনায় আজ সকালে এই পতন নিঃসন্দেহে বেশ উল্লেখযোগ্য। শেয়ার বাজারে লোকসভা ভোট ২০২৪-এর ফলাফলের কী প্রভাব পড়ে, এখন সেদিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা। 

বাজার বিশেষজ্ঞ সুনীল শাহ জানালেন, 'গতকাল বাজার এক্সিট পোলের ফলাফলের উপর কাজ করেছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ভোটের ব্যবধান বা লিড তেমন বড় নয়, তাই বাজারে এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাজার সারাদিন অস্থির থাকবে।'

এর আগে সোমবার বাজার খুলতেই এক ধাক্কায়  ২,৬২১ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। Exit Poll-এর প্রভাবে চাঙ্গা হয়ে যায় শেয়ার বাজার। সোমবার বাজার খোলার আগেই দেখা যায়, প্রি-ওপেনেই এক লাফে ১,০০০ পয়েন্ট বেড়ে যায় Nifty।

অন্য়দিকে Sensex ২,৬২১ পয়েন্ট বেড়েছিল। কিন্তু আজ, ৪ জুন সম্পূর্ণ অন্য ছবি শেয়ার বাজারে। এদিন লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল বের হবে। চলছে গণনা। আর তার প্রাইমারি ট্রেন্ডের ছবিতেই সরাসরি প্রভাব পড়ল স্টক মার্কেটে। 

উল্লেখ্য, গত সপ্তাহে শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভাল পজিশনেই ছিল সেনসেক্স এবং নিফটি। গত শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়ে 73,961.31-এ ক্লোজ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের Nifty 42 পয়েন্ট বেড়ে 22,530.70-এ ক্লোজ হয়।  

Read more!
Advertisement
Advertisement