Advertisement

Silver Rate: আচমকাই ১৮ হাজার টাকা সস্তা রুপো, বছরের শেষ দিনের Silver Rate জানুন

বছরের শেষ ট্রেডিংয়ের দিনে বড়সড় দর পড়ল রুপোর। মূল্যবান এই ধাতুটি MCX খুলতেই ১৮ হাজার টাকা সস্তা হল। জানুন নতুন রেট...

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 12:40 PM IST
  • বছরের শেষ দিন সস্তা হল রুপো
  • ট্রেডিং শুরু হতেই ১৮ হাজার দর পড়ল
  • ৩১ ডিসেম্বরের রেট কত যাচ্ছে?

সোনা ও রুপোর দাম ক্রমাগত অবাক করার মতো ওঠানামা করছে। বিশেষ করে রুপোর দামে সপ্তাহের শুরুতেই চমক মিলেছে। সোমবার হঠাৎ করেই তা ২১ হাজার টাকার নীচে নেমে আসে এবং মঙ্গলবার আবার দ্রুতগতিতে বেড়ে যায়। ৩১ ডিসেম্বর, বুধবার বছরের শেষ ট্রেডিংয়ের দিনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ খোলা হয় এবং রুপোর দাম ১৮ হাজার টাকায় নেমে আসে। 

বছরের শেষ দিন আন্তর্জাতিক বাজারে সিলভার প্রাইসের দর অনেকটাই পড়ে যায়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও একই অবস্থা দেখা যায়। MCX রুপোর দাম শেষ দিন ট্রেডিং বন্ধ হওয়ার সময়ে ছিল ২ লক্ষ ৫১ হাজার ১২ টাকা। এদিন ট্রেডিং শুরুর সময় থেকেই তা টেক্কা দিচ্ছে আগের দিনের মূল্যকে। শুরুতেই ১৮ হাজারের বেশি অর্থাৎ প্রায় ৬.৯০% সস্তা হয়ে রুপোর দাম ২ লক্ষ ৩২ হাজার ২২৮ টাকা প্রতি কেজিতে নেমে গিয়েছে। তবে ট্রেডিং যত এগোবে এই মূল্যবান ধাতুর দামে পতন আরও নজরকাড়া হতে পারে। 

৩ দিন ধরে রুপোর দামে ওঠানামা
দেখা যাচ্ছে, ২০২৫ সালের শেষ সপ্তাহের মাত্র ৩ দিনের মধ্যে রুপোর দাম ওঠানামা করছে। সপ্তাহের প্রথম ট্রেডিংয়ের দিন সোমবার MCX ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গত ৫ মার্চ মেয়াদ শেষ হওয়া রুপোর দাম দ্রুত বেড়ে ২ লক্ষ ৫৪ হাজার টাকা ছাড়িয়ে যায়। যা একটি নয়া রেকর্ড। কিন্তু অর্ধেকদিন লেনদেনর পর হঠাৎ করেই তা তীব্র ভাবে কমতে শুরু করে এবং চোখের পলকে প্রতি কেজি ২১ হাজার ৫১১ টাকা কমে যায়। সোমবার রুপোর দামে যে পতন হয়েছিল তা মঙ্গলবার দেখা যায়নি। দ্বিতীয়দিন রুপোর দাম আবারও বেড়ে ১৭ হাজার টাকার উপরে পৌঁছে যায়। তবে তৃতীয় দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর আবারও দামে পতন হয় এবং মূল্যবান ধাতুটি হঠাৎ করে প্রতি কেজি ১৮ হাজার টাকায় কমে যায়। 

Advertisement

MCX-এ রুপোর দাম
আজ MCX-এ প্রতি কেজি রুপার দাম  ২৪০,৪৫০ টাকায় লেনদেন হচ্ছে। সকাল ১০:০৩ পর্যন্ত, MCX-এ রুপোর দাম ১০,৫৬২ টাকা কমেছে।

বিশ্ব বাজারে রুপোর লেনদেন
বর্তমানে, সকাল ১০:০৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ৭২.৫ ডলারে লেনদেন হচ্ছে। এটি ১.২৬ ডলার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রায় ১.৭৭% বৃদ্ধি পেয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement