Advertisement

PPF ও Fixed Deposit সুদের হার ঘোষণা করল সরকার, জানুন নয়া রেট

প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে সরকার। তারপর সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সুদ দেওয়া হয় বিনিয়োগকারীদের। এবার উৎসবের মরশুমের আগে আরবিআই আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার কমায়। তার প্রভাব পড়ল না ক্ষুদ্র সঞ্চয়ে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2025,
  • अपडेटेड 7:55 PM IST
  • প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা।
  • সুদের হার একই থাকল।

অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অতিসম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমানো সত্ত্বেও সাধারণ সঞ্চয়কারীদের কোনও লাভ হল না। অপরিবর্তিত রইল সুদের হার। 

৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানাল,সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের মতো একই থাকবে। এর অর্থ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার (এসএসওয়াই) মতো জনপ্রিয় প্রকল্পগুলির সুদের হারে কোনও বদল হল না। আগের সুদের হারই পাবেন বিনিয়োগকারীরা। 

প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে সরকার। তারপর সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সুদ দেওয়া হয় বিনিয়োগকারীদের। এবার উৎসবের মরশুমের আগে আরবিআই আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার কমায়। তার প্রভাব পড়ল না ক্ষুদ্র সঞ্চয়ে। যদিও পূর্বাভাস ছিল, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে কমানোও হয়নি। বরং একই থাকছে সুদের হার।

কোন স্কিমে কত সুদ দেওয়া হয়? 

পিপিএফ: ৭.১% 
এসসিএসএস: ৮.২% 
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২% 
এনএসসি: ৭.৭% 
কিষাণ বিকাশ পত্র: ৭.৫% 
ডাকঘর এমআইএস: ৭.৪% 
১ বছরের স্থায়ী আমানত: ৬.৯% 
২ বছরের এফডি: ৭.০% 
৩ বছরের এফডি: ৭.১% 
৫ বছরের এফডি: ৭.৫% 
৫ বছরের রেকারিং আমানত: ৬.৭%

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি ভারতে আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে ঝুঁকি না নিয়ে যাঁরা টাকা রাখতে চান, তাঁদের জন্য দুর্দান্ত বিকল্প। এই প্রকল্পগুলিতে টাকা রাখা বেশিরভাগ বিনিয়োগকারীই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। 


 

Read more!
Advertisement
Advertisement