Advertisement

Inflation Rate, October 2022: অক্টোবরে জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে তেলঙ্গানায়, বাংলার হাল কী?

State Wise Inflation Rate, October 2022: সম্প্রতি কেন্দ্র সরকার মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী, অক্টোবরের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি তেলেঙ্গানায় আর সবচেয়ে কম দিল্লিতে। অক্টোবরের বাংলায় মুদ্রাস্ফীতির হার কত? জেনে নিন...

অক্টোবরের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি তেলেঙ্গানায় আর সবচেয়ে কম দিল্লিতে।অক্টোবরের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি তেলেঙ্গানায় আর সবচেয়ে কম দিল্লিতে।
সুদীপ দে
  • কলকাতা,
  • 18 Nov 2022,
  • अपडेटेड 1:22 PM IST
  • সম্প্রতি কেন্দ্র সরকার মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
  • অক্টোবরের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি তেলেঙ্গানায় আর সবচেয়ে কম দিল্লিতে।

Inflation Rate, October 2022: সম্প্রতি কেন্দ্র সরকার মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী, অক্টোবরের মুদ্রাস্ফীতির চাপ বা প্রভাব দিল্লির বাসিন্দাদের উপর সবচেয়ে কম পড়েছে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে মুদ্রাস্ফীতির হার দেশের সর্বনিম্ন (২.৯৯ শতাংশ)। পাশাপাশি তেলেঙ্গানায় অক্টোবরে মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে অক্টোবরে মুদ্রাস্ফীতির হার ৮.৮২ শতাংশে পৌঁছেছে।

অক্টোবরে কোন রাজ্যে মুদ্রাস্ফীতির হার কত ছিল?
উল্লেখযোগ্যভাবে, খুচরো মুদ্রাস্ফীতি ২০২২ সালের অক্টোবরে ৬.৭৭ শতাংশে নেমে আসে, যা সেপ্টেম্বরে ৭.৪১ শতাংশ ছিল। অন্যান্য রাজ্যের কথা বললে, অন্ধ্রপ্রদেশে মুদ্রাস্ফীতির হার ৭.৯৩ শতাংশ। মুদ্রাস্ফীতির উচ্চ হারের নিরিখে এই রাজ্য তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অক্টোবরে ৭.৭৯ শতাংশ মুদ্রাস্ফীতির হারে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা। মুদ্রাস্ফীতির উচ্চ হারের নিরিখে এই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশ। অক্টোবরে এই দুই রাজ্যে মুদ্রাস্ফীতির হার যথাক্রমে ৭.৭১ শতাংশ ও ৭.৪৯ শতাংশ।

এদিকে অক্টোবর মাসে দিল্লির পর হিমাচলপ্রদেশে মুদ্রাস্ফীতির হার ছিল দেশের দ্বিতীয় সর্বনিম্ন (৪.৪২ শতাংশ), যেখানে পঞ্জাবে ওই মাসে মুদ্রাস্ফীতির হার ৪.৫২ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবরে বিহারে মুদ্রাস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ৫.৮৪ শতাংশ, উত্তরপ্রদেশে এই হার ৬.৮০ শতাংশ।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার তিন মাসের সর্বনিম্ন ৬.৮ শতাংশে নেমে এসেছে, যা একেবারেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত, খাদ্য সামগ্রীর দাম কমার কারণেই কমেছে দেশের মুদ্রাস্ফীতির হার। সিপিআই কোর ৬.২ শতাংশ ছুঁয়ে অপরিবর্তিত ছিল, যা ক্রমাগত চাহিদা-চালিত চাপকে প্রতিফলিত করে। বিশেষজ্ঞদের আশা, দেশের মুদ্রাস্ফীতির হার আগামী দিনে ধীরে ধীরে কমবে।

Read more!
Advertisement
Advertisement