Advertisement

Stock Market Rally: দিনের শুরুতেই দৌড়চ্ছে Sensex, Nifty; কোন কোন স্টকে মালামাল?

আজ দিনের শুরুতেই খুশির হাওয়া শেয়ারবাজারে। রুদ্ধশ্বাস গতিতে ঊর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি। এ দিন সকাল ৯টা ১৭ মিনিটে সেনসেক্স উঠে যায় ৪০৫.১১ পয়েন্ট। বাড়ে ০.৪৮ শতাংশ। সূচক পৌঁছে যায় ৮২২৭৬.৭৬-এ। তবে এ দিন সেনসেক্স আর্লি ট্রেডে ৪৭১ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। ও দিকে আবার নিফটি৫০-ও বেড়েছে ১২৫.৭০ পয়েন্ট। এটি ০.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে এটি পৌঁছে যায় ২৫, ৮২০.৬৫-এ।

স্টক মার্কেট ব়্যালিস্টক মার্কেট ব়্যালি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 10:03 AM IST
  • এ দিন সকাল ৯টা ১৭ মিনিটে সেনসেক্স উঠে যায় ৪০৫.১১ পয়েন্ট
  • সূচক পৌঁছে যায় ৮২২৭৬.৭৬-এ
  • তবে এ দিন সেনসেক্স আর্লি ট্রেডে ৪৭১ পয়েন্ট পর্যন্ত উঠেছিল

আজ দিনের শুরুতেই খুশির হাওয়া শেয়ারবাজারে। রুদ্ধশ্বাস গতিতে ঊর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি। এ দিন সকাল ৯টা ১৭ মিনিটে সেনসেক্স উঠে যায় ৪০৫.১১ পয়েন্ট। বাড়ে ০.৪৮ শতাংশ। সূচক পৌঁছে যায় ৮২২৭৬.৭৬-এ। তবে এ দিন সেনসেক্স আর্লি ট্রেডে ৪৭১ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।

ও দিকে আবার নিফটি৫০-ও বেড়েছে ১২৫.৭০ পয়েন্ট। এটি ০.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে এটি পৌঁছে যায় ২৫, ৮২০.৬৫-এ।

কোন কোন স্টক এগিয়ে যাচ্ছে?

এই দিন মোটের উপর একাধিক স্টক ভালো শুরু করে। তবে সবথেকে ভাল ফল করেছে ইটারনাল। এই স্টকটি দিনের শুরুতেই ১.৩৬ শতাংশ বেড়েছে। এর দাম রয়েছে এখন ৩০৯.৯০ টাকায়। পাশাপাশি টিসিএস, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্সও ঊর্ধ্বমুখী। এই স্টকগুলির দাম যথাক্রমে ১.০৮ শতাংশ, ১.০২ শতাংশ এবং ০.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বেড়েছে আমেরিকার শেয়ারবাজারও

আমেরিকার শেয়ারবাজরও মোটের উপর পজিটিভ ছিল। তিনটি মূল সূচকের মধ্যে দুটি পজিটিভে শেষ করে। ডাও জোনস ইন্ড্রাস্ট্রিয়াল গড়ে ১.১৮ শতাংশ বেড়েছে। এটি রয়েছে ৪৭,৯২৭.৯৬ পয়েন্টে। ও দিকে এস অ্যান্ড পি আবার ৬,৮৪৬.৬১-এ রয়েছে। এটি বেড়েছে ০.২১ শতাংশ। তবে নাসদাকের খবর কিছুটা খারাপ। এই সূচক ০.২৫ শতাংশ পড়ে এখন ২৩,৪৬৮.৩০-তে রয়েছে।

বৃদ্ধি পেয়েছে এশিয়ার মার্কেটে

জাপানের নিকেই থেকে শুরু করে কোরিয়ার কোসপি বৃদ্ধি পেয়েছে। এমনকী হংকং-এর সেঙ্গ ইনডেক্সও কিছুটা হলেও বেড়েছে। যার ফলে ভারতের মার্কেটও বাড়বে বলেই আশা করা হয়েছিল। আর আপাতত তেমনই রয়েছে ট্রেন্ড।

কী হতে পারে?

এই প্রসঙ্গে জিওজিৎ ফিনান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট স্ট্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার জানান, এক্সিট পোলে প্রকাশ পেয়েছে যে বিহারে আসছে এনডিএ সরকার। পাশাপাশি ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তিও এগিয়ে গিয়েছে। আর এই সব খবরেই মার্কেট পজিটিভ দিকে গিয়েছে।

তবে তিনি সতর্ক করে এটাও জানিয়েছেন যে, বুলেরা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে ঠিকই, তবে এটা এখনও কোনও ব্রেকআউটের ইঙ্গিত দিচ্ছে না। মার্কেট একটু উঠলেই এফআইআই-রা আবার বিক্রি শুরু করে দিতে পারে। আর এটাই মার্কেটকে নীচে নামাতে পারে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement