Stock Market Rise Bse Sensex Reliance Ambani: শেয়ারবাজারে শুক্রবার জোরদার গতি দেখতে পাওয়া গিয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারওয়ালা সেনসেক্স এক হাজারের বেশি অঙ্ক লাফ দিয়ে ব্যবসা করছে। যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর নিফটিতেও জবরদস্ত দ্রুততা দেখতে পাওয়া গিয়েছে। বাজারে এই গতির মধ্যেই মুকেশ আম্বানির নেতৃত্বে থাকার লিমিটেড এর শেয়ার রকেটের মত ছুটেছে।
১০৪৫ অংক লাফিয়েছে সেনসেক্স
সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে শুক্রবার ইতিবাচক সংকেতের সঙ্গে স্টক মার্কেট শুরুর সবুজ নিশানের উপরে আরও গতি ধরেছে। এই খবর লেখা পর্যন্ত দুপুর ২ টো ২০তে, ১০৪৫ অঙ্ক অর্থাৎ ১.৮০ শতাংশ ৫৯.০০৬ এর লেভেল পর্যন্ত ১৭৩৭১.৯৫ এর স্তরে ব্যবসা করছিল। ব্যাংকে নিফটিতেও এই দ্রুততা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ৭০১.১০ অঙ্ক অর্থাৎ ১৭৬ শতাংশ বেড়ে ৪০ হাজার ৬১১.২৫ লেভেলে ট্রেন্ড করছিল।
রিলায়েন্সের শেয়ার ৪.৫০ পার্সেন্ট উঠেছে
এই সময় পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ট্রেড করেছিল। রিলায়েন্স স্টক ৪.৫ শতাংশ অর্থাৎ ১০০.৫ টাকা দ্রুততার সঙ্গে ২৩৩৫. ২৫ টাকায় ব্যবসা করছিল। এছাড়া BSE-র লিস্টের আইসিআইসিআই ব্যাংকের শেয়ার ৩.০৬ শতাংশ নেসলের স্টক ২.৩৯ শতাংশ, টাটা মোটরসের শেয়ার ২.৬৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে সবুজ সংকেতের উপরে শেষ হয়েছে।
একটা খবরে রিলায়েন্সের স্টক ছুটতে শুরু করে
রিলায়েন্সের শেয়ারে আসার দ্রুততার পিছনে গ্রুপের সঙ্গে জড়িত একটি খবর কাজ করেছে বলে মনে করা হচ্ছে। আসলে মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসেবে দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজেদের ফাইনান্সিয়াল সার্ভিস বিজনেসকে আলাদা করার প্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে ২ মেতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এটা জানিয়ে দেওয়া যাক যে, রিলায়েন্সের প্রায় ১৫ দিন পরে ২৩০০ টাকা অংক পার করেছে।