Advertisement

Stock Market Surge: শেয়ারবাজারের বিরাট লাফ, সেনসেক্স বাড়ল ৭২০ পয়েন্ট, কোন কোন স্টকে মালামাল?

আজ হু হু করে বাড়ল শেয়ারবাজার। সেনসেক্স ৭২০ পয়েন্ট বেড়েছে। এটা পৌঁছে গিয়েছে ৮৫৩০০ পয়েন্টে। ও দিকে আবার নিফটি বেড়েছে ২২৭ পয়েন্ট। সেটা পৌঁছে গিয়েছে ২৬১১২ পয়েন্ট। আবার ব্যাঙ্ক নিফটি বেড়েছে প্রায় ৬২৮ পয়েন্ট। আর আজকের এই উত্থানের মাধ্যমেই শেয়ারবাজার নিজের সর্বকালীন হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল। 

শেয়ারবাজারের উত্থানশেয়ারবাজারের উত্থান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 12:41 PM IST
  • আজ হু হু করে বাড়ল শেয়ারবাজার
  • সেনসেক্স ৭২০ পয়েন্ট বেড়েছে
  • ও দিকে আবার নিফটি বেড়েছে ২২৭ পয়েন্ট

আজ হু হু করে বাড়ল শেয়ারবাজার। সেনসেক্স ৭২০ পয়েন্ট বেড়েছে। এটা পৌঁছে গিয়েছে ৮৫৩০০ পয়েন্টে। ও দিকে আবার নিফটি বেড়েছে ২২৭ পয়েন্ট। সেটা পৌঁছে গিয়েছে ২৬১১২ পয়েন্ট। আবার ব্যাঙ্ক নিফটি বেড়েছে প্রায় ৬২৮ পয়েন্ট। আর আজকের এই উত্থানের মাধ্যমেই শেয়ারবাজার নিজের সর্বকালীন হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল। 

কেন বাড়ছে সেনসেক্স, নিফটি?
আজ মার্কেটের বাড়ার পিছনে আমেরিকার হাত রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ডিসেম্বরেই ইউএস ফেডারেল রেট কমতে পারে। আর সেই কারণেই হু হু করে উঠছে শেয়ারবাজার। আমেরিকা থেকে শুরু করে এশিয়ার মার্কেট উঠছে। আর সেই ঢেউ এসে পড়েছে ভারতের মার্কেটেও। যার ফলে আজ ডোমেস্টিক মার্কেটের সবই রয়েছে গ্রিন জোনে। বিশেষ করে বেড়েছে অটো, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা এবং কনসিউমার সেক্টর বেশি লাফিয়েছে। 

আজ বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি স্টকের মধ্যে ২৮টি আজ গ্রিন জোনে। শুধু নীচে নেমেছে ২টি স্টক। আদানি পোর্টস, টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক এহং টাটা মোটর প্রায় ২ শতাংশ বেড়েছে।

বেড়েছে মূলধন
২৫ নভেম্বর বিএসই ক্যাপিটালাইজেশন ছিল প্রায় ৪৬৯.৪১ লক্ষ কোটি টাকা। সেটা আজ ৪৭৩.৬৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীদের ভ্যালুয়েশন আজ বেড়েছে প্রায় ৪.২ কোটি টাকা।

কোন কোন স্টক হু হু করে উঠেছে? 
এ দিন অ্যাগ্রোলাইফের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬ শতাংশ। এটির দাম পৌঁছে গিয়েছে ৩৫০.২৫ টাকায়। ও দিকে ইগারশি মোটর ইন্ডিয়ার শেয়ারের দাম বেড়েছে ১৭ শতাংশ। সেটি ট্রেড করছে ৫১২ টাকায়। এছাড়া রাসেল টেক শেয়ার বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ দাম। এটি রয়েছে ৭৬৯,২০ টাকায়। 

এছাড়া লয়েড মেটালের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটির দাম রয়েছে ১২৪০.৯০ টাকা। এছাড়া সেল-এর শেয়ার বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। এটি রয়েছে ১৩৬ টাকায়। আবার টাটা ইনভেস্টমেন্টের শেয়ার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রিলায়েন্স পাওয়ার ৬ শতাংশ এবং নাটকো ফার্মা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement


বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement