
আজ দিনের শুরুতেই শেয়ারবাজারের লম্বা লাফ। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ার ৩০০ পয়েন্ট বেড়েছে। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও এ দিন অনেকটাই ঊর্ধ্বমুখী। আর শেয়ারবাজারের এমন তুফানির পিছনে বিহারে NDA-এর বিধ্বংসী জয়ও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ খুলতেই লাফাল শেয়ারবাজার
দিনের শুরুতেই লাফিয়েছে শেয়ারবাজার। এটি ৮৪৭০০ পয়েন্টে শুরু করে আজ। এটি আগের দিন ক্লোজ করেছিল ৮৪,৫৬২.৭৮ পয়েন্টে। আর এ দিন ভাল শুরু করার পর আরও এগিয়ে যায় সেনসেক্স। এটি ১৫ মিনিটের মধ্যে ৮৪,৮৩৩-এ পৌঁছে যায়।
সেনসেক্সের মতো নিফটিও গ্রিন জোনে শুরু করেছে আজ। এটি আজ শুরু করে ২৫,৯৪৮ পয়েন্টে। তারপর এটি পৌঁছে যায় ২৫৯৭৮ পয়েন্টে।
কোন কোন স্টকে লাভ হচ্ছে?
এখনই ট্রেন্ড ধরা খুবই কঠিন। তবে প্রাথমিক অবস্থা দেখলে কিছু স্টকের কথা বলা যায়, যেগুলি হু হু করে বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতী এয়ারটেলের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ১ শতাংশ। এছাড়া মিড ক্যাপ ক্যাটাগোরিতে এমকিউয়োরের শেয়ার ৪.৫৮ শতাংশ, আরভিএনএল-এর শেয়ার ৩.৬০ শতাংশ, পিএসবি-এর শেয়ার, ৩.১০ শতাংশ ভোলটাস-এর শেয়ার ২.৫০ শতাংশ, ক্রিসিলের শেয়ার ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আবার ও দিকে স্মলক্যাপ ক্যাটাগোরিতে ভিএলএস ফিনান্সের শেয়ার ১৯ শতাংশ, আইডিয়া ফোর্জের শেয়ার ১২ শতাংশ এবং এসপিএল-এর শেয়ার ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারী মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা।
বিহারের জয়ই রয়েছে পিছনে
এখন প্রশ্ন হল, বাজার হঠাৎ কেন বাড়তে শুরু করেছে? সেই প্রশ্নের উত্তরে জেএম ফিনিন্সিয়াল জানিয়েছে যে, বিহারে বেড়েছে এনডিএ-এর সিট। ২০০-এর উপরে আসন পেয়েছে তারা। যার ফলে আজ শেয়ারবাজার ভাল ফল করছে। সেনসেক্স ও নিফটি লাফ দিচ্ছে উপরের দিকে।
এই ট্রেন্ড থাকবে?
সেই সম্পর্কে কিছুই জানান হয়নি। কারণ, বিশ্ব বাজারে পরিস্থিতি অস্থির। নানা সময়ে ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত সব ঘোষণা করছে। যার ফলে টালমাটাল পরিস্থিতি শেয়ারবাজারে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।