দীপাবলির ছুটি কাটিয়ে চাঙ্গা শেয়ারবাজার। এ দিন নিফটি ২৬০০০-এর উপরে শুরু করেছে। সেনসেক্স খোলে ৮৫০০০ পয়েন্টের উপর। যদিও সেনসেক্স বর্তমানে ৮৫১৪৮ পয়েন্টে ট্রেড করছে। আগের ক্লোজিং থেকে বেড়েছে ৭২০ পয়েন্ট। ও দিকে নিফটিও ট্রেড করছে ২০০ পয়েন্টের উপরে।
আর শেয়ারবাজারের এই বাড়বাড়ন্তের পিছনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে গতকালই খবর এসেছে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ভারত এবং আমেরিকা। যার ফলে কমতে পারে আমেরিকার শুল্ক। আর সেই খবরেই শেয়ারবাজার চাঙ্গা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ দিনের শুরু থেকেই আইটি সেক্টর দারুণ পারফর্ম করছে। প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সেক্টর। ও দিকে BSE-এর ৩০টি স্টকের মধ্যে ২৯টি উপরের দিকে ট্রেন্ড করছে। মাত্র ১টি স্টকের দাম পড়েছে। সেটাও মার্কেটকে উপরের দিকে ঠেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দ্রুত বাড়ছে আইটি স্টক
এ দিন দ্রুত বৃদ্ধি পেয়েছে আইটি-এর একাধিক স্টকের। বেড়েছে Infosys। এই স্টকের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ও দিকে HCL Tech এর দাম বেড়েছে ২.৫০ শতাংশ। এছাড়া ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে TCS-এর দাম।
ভালো সিগন্যাল রয়েছে আমেরিকার দিক থেকে
আসলে শেয়ারবাজারের এই বৃদ্ধির সঙ্গে আমেরিকার যোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, বর্তমানে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। আর সেই শুল্কই কমতে পারে বলে ইঙ্গিত। সেটা কমে ১৫ শতাংশে নেমে যেতে পারে। পাশাপাশি বেশ কিছুদিন ধরেই মোদীর সঙ্গে সম্পর্ক ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সব খবরেই চাঙ্গা রয়েছে শেয়ারবাজার।
ভালো হয়েছে রেজাল্টও
এই উৎসবের মরসুমেই একাধিক সংস্থা নিজের আয়ের হিসেব দিয়েছে। আর সেই ফলাফল বেশ ভালোই হয়েছে। সেটাও মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখানেই শেষ নয়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়েও ভালো খবর আসছে। মনে করা হচ্ছে, এই যুদ্ধ কিছুদিনের মধ্যেই থেমে যেতে পারে। শুধু তাই নয়, গাজা এবং ইজরায়েলের যুদ্ধও থেমে গিয়েছে। যার ফলে সারা বিশ্বের বিনিয়োগকারীর এখন কিছুটা নিশ্চিন্ত। তারা ধীরে ধীরে মার্কেটে পয়সা লাগাচ্ছে। আর সেই কারণেই শেয়ারবাজারের দর ঊর্ধ্বমুখী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এই নিবন্ধ পড়ে কোনও স্টক কিনবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিন।