Advertisement

Tata Share Buy Or Sell: টাটার এই শেয়ারে কামানোর মোক্ষম সুযোগ, ভবিষ্যতে হবেন মালামাল

শুক্রবার টাটা মোটরসের শেয়ার ০.৩০ শতাংশ পতনের সঙ্গে লেনদেন হচ্ছে ৯২৮.৪৫ টাকায়। শুক্রবার সকালে টাটা মোটরসের শেয়ার ৯৩০ টাকায় খুলেছিল। লেনদেনের সময় ৯৪৯ টাকা পর্যন্ত গেছে। পরে তা কমে থিতু হয় ৯২০ টাকায়। 

টাটা শেয়ার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Oct 2024,
  • अपडेटेड 6:36 PM IST
  • টাটা মোটরসের শেয়ারে ০.৩০ শতাংশ পতন।
  • লেনদেন হচ্ছে ৯২৮.৪৫ টাকায়।

রতন টাটার একাধিক সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দেয়। তেমনই একটি শেয়ার টাটা মোটরস। এই গাড়ি নির্মাতা সংস্থার শেয়ারের দাম কয়েকদিন ধরেই কমছে। লাগাতার দরপতনে বিনিয়োগকারীরা আশঙ্কিত। এরপর কী হবে? গত ৩-৪ বছরে টাটা মোটরসের শেয়ার প্রচুর কামিয়ে দিয়েছে।

শুক্রবার টাটা মোটরসের শেয়ার ০.৩০ শতাংশ পতনের সঙ্গে লেনদেন হচ্ছে ৯২৮.৪৫ টাকায়। শুক্রবার সকালে টাটা মোটরসের শেয়ার ৯৩০ টাকায় খুলেছিল। লেনদেনের সময় ৯৪৯ টাকা পর্যন্ত গেছে। পরে তা কমে থিতু হয় ৯২০ টাকায়। 

গত কয়েক বছরে টাটা মোটরস শেয়ার বিরাট লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। কিন্তু গত এক মাসে টাটা মোটরসের শেয়ার ১৪ শতাংশ পড়েছে। এক বছরে এই স্টক কমেছে ৫১ শতাংশ। গত ৫ বছরে স্টকটি দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ৬৭৫.৯৭ শতাংশ বেড়েছে টাটা মোটরসের শেয়ার। করোনার সময় টাটা মোটরসের শেয়ার ৮০ টাকার নিচে চলে গিয়েছিল। টাটা মোটরসের শেয়ার সর্বোচ্চ অঙ্ক থেকে প্রায় ২১ শতাংশ কমেছে। এই স্টকটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১১৭৯ টাকা। 

টাটার শেয়ার এখন কি কেনা যেতে পারে?

ব্রোকারেজ সংস্থা এমকে গ্লোবালের পূর্বাভাস, টাটা মোটরস শেয়ার পৌঁছতে পারে ১১৭৫ টাকায়। এখন টাটা মোটরসের শেয়ার ধীরে ধীরে কিনতে পারেন বিনিয়োগকারীরা। উৎসবের মরসুম এবং নতুন লঞ্চের পরে স্টক বাড়তে পারে। টাটা মোটরসের শেয়ার কখন কিনবেন? শেয়ার ৮২৫ টাকায় নেমে গেলে কিনে ফেলতে পারেন বিনিয়োগকারীরা। জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বিক্রির হিসেব-নিকেশ টাটা মোটরসের আয়ের একটি বড় অংশ। গত কয়েক মাস ধরে জেএলআর-এর ব্যবসা টালমাটাল। তাই স্টকের দাম কমতে পারে। 

ইয়েস সিকিউরিটিজের দাবি, টাটা মোটরস শেয়ার পৌঁছতে পারে ১,২৪০ টাকায়। যা বর্তমান মূল্যের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। চয়েস ব্রোকিং-এর মন্দার ভোজনের বক্তব্য,টাটা মোটরসের শেয়ারগুলি স্বল্পমেয়াদে লাভজনক। ১১২০ থেকে ১২০০ টাকায় মিলতে পারে এই স্টক। তাই বিনিয়োগকারীদের এই পতনে কেনার সুযোগ রয়েছে। স্যামকো সিকিউরিটিজের ওম মেহরা বলেছেন, টাটা মোটরসের শেয়ার পৌঁছতে পারে ১১০০ থেকে ১১৩০ টাকায় যেতে পারে অদূর ভবিষ্যতে। .

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement