Advertisement

Tata Share Price Hike: বেড়েই চলেছে টাটা গোষ্ঠীর এই শেয়ার, এখন কিনলে কি লাভের সুযোগ?

বিজনেস টুডে প্রকাশিত খবর অনুযায়ী, টাটা পাওয়ারের স্টকের লক্ষ্যমাত্রা ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা করেছে বিদেশি ব্রোকারেজ কোম্পানি CLSA। টাটা পাওয়ারের দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও 'সেল' রেটিং ধরে রেখেছে। কারণ ক্রমবর্ধমান কয়লার দাম এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি শাখার কৌশলগত অংশীদারি বিক্রয়ের জন্য মৌলিক বিষয়গুলিকে ঠিক হয়েছে। টেকনিক্যাল সেটআপে কাউন্টারে সাপোর্ট ২৩২ টাকা। এর পরে ২৩০ টাকা এবং ২১০ টাকার স্তরে দেখা যাবে।

টাটা পাওয়ারের শেয়ার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2023,
  • अपडेटेड 11:48 AM IST
  • টাটা পাওয়ার উর্ধ্বগতিতে।
  • শেয়ার রাখবেন না ছেড়ে দেবেন?

গত ছয় মাসে ১৬ শতাংশের বেশি বেড়েছে টাটা গোষ্ঠীর টাটা পাওয়ার লিমিটেডের শেয়ার। অতিসম্প্রতি এই স্টকটি বছরের সর্বোচ্চ দরে পৌঁছনোর পর অনেকে শেয়ার বেচে টাকা তুলেছেন। গত তিনদিন ধরে টাটা পাওয়ারের ঊর্ধ্বমুখী। শুক্রবার শেয়ারদর ০.৪০ শতাংশ কমে ২৩৬.২০ টাকায় বন্ধ হয়েছে। স্টকটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২৫১ টাকা থেকে ৫.৯০ শতাংশ দূরে রয়েছে। গতবছর ৭ সেপ্টেম্বর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল টাটা পাওয়ার।

আয়ের দিক থেকে টাটা গোষ্ঠীর ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে শক্তি বৃদ্ধির নেপথ্যের কারণ ২২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৭২ কোটি টাকা। যা এক বছর আগে ছিল ৭৯৫ কোটি টাকা। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সেগমেন্টে ৩.৬০ শতাংশ বৃদ্ধির কারণে রাজস্ব প্রায় ৫ শতাংশ বেড়ে ১৫,২১৩ কোটি টাকা হয়েছে। 

বিজনেস টুডে প্রকাশিত খবর অনুযায়ী, টাটা পাওয়ারের স্টকের লক্ষ্যমাত্রা ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা করেছে বিদেশি ব্রোকারেজ কোম্পানি CLSA। টাটা পাওয়ারের দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও 'সেল' রেটিং ধরে রেখেছে। কারণ ক্রমবর্ধমান কয়লার দাম এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি শাখার কৌশলগত অংশীদারি বিক্রয়ের জন্য মৌলিক বিষয়গুলিকে ঠিক হয়েছে। টেকনিক্যাল সেটআপে কাউন্টারে সাপোর্ট ২৩২ টাকা। এর পরে ২৩০ টাকা এবং ২১০ টাকার স্তরে দেখা যাবে।

অ্যাঞ্জেল ওয়ানের প্রযুক্তিগত এবং ডেরিভেটিভ রিসার্চের সিনিয়র বিশ্লেষক ওশো কৃষ্ণ বলেন,টাটা পাওয়ার ১৮০ টাকার নিম্ন স্তর থেকে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে। চলতি আর্থিক বছরে প্রায় ২৫ শতাংশ লাভ করেছে। বর্তমানে স্টক উচ্চ স্তরের কাছাকাছি ঘোরাফেরা করছে। তৎকাল সাপোর্ট থাকবে ২৩০ টাকার কাছাকাছি। এর পরে ২০০ SMA-এর সাপোর্ট প্রায় ২১০ টাকা। ২৪৫ টাকা থেকে ২৬৩-২৬৭ টাকায় যেতে পারে। ২৪৫ টাকার ঘর পার করলে পরবর্তী লক্ষ্য ২৫৮ টাকা এবং তার পরে ২৭০ টাকা।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement