Advertisement

Naidu Modi Stock Market: মোদীকে সমর্থন চন্দ্রবাবুর, 'সুখবর' পেতেই রকেট গতি শেয়ার বাজারে

টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নেতা নীতীশ কুমারের সমর্থনে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদী। এনিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী।

শেয়ার বাজারে উত্থান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jun 2024,
  • अपडेटेड 2:52 PM IST
  • নাইডু এবং নীতীশের সমর্থনে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন মোদী।
  • তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার পর শেয়ারবাজারে ঝড় ওঠে। 

বুথফেরত সমীক্ষা মোদী সরকার আসার আভাস দিতেই সেনসেক্স ও নিফটিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। কিন্তু ভোটের ফলপ্রকাশের দিন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর থেকে বাজার পড়তে থাকে। শুক্রবার বাজার আবার ইতিবাচক সাড়া দিল। নরেন্দ্র মোদীকে খোলাখুলি সমর্থন দিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার পর শেয়ারবাজারে ঝড় ওঠে। 

সেনসেক্স ১৪৪০ অঙ্ক বেড়ে পৌঁছয় ৭৬,৫০৪ অঙ্কে। নিফটি ৪০০ অঙ্ক বেড়ে পৌঁছয় ২৩,২৩০ অঙ্কে। ব্যাঙ্ক নিফটি ১ শতাংশ বা ৫০০ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন করছে ৪৯৮০০ অঙ্কে। টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নেতা নীতীশ কুমারের সমর্থনে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদী। এনিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তারপরই বদলে যায় শেয়ার বাজারের মনোভাব। বাজার দ্রুত উপরে উঠতে শুরু করে। শেয়ারবাজারে ঝড়ো উত্থানের কারণে কয়েকটি শেয়ারের দাম ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিএসই সেনসেক্সের শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে সমস্ত শেয়ারই সবুজের ঘরে। সবচেয়ে বেশি বেড়েছে উইপ্রো। প্রায় ৫ শতাংশ বেড়েছে এই শেয়ার। তার পর ছিল ইনফোসিস,বাজাজ ফাইন্যান্স,টাটা স্টিল এবং অন্যান্য শেয়ার। সবচেয়ে কম বেড়েছে মারুতি সুজুকির শেয়ার।

৫২ সপ্তাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর

এনএসই-তে ২,৬০৫টি শেয়ারের মধ্যে ২,০৮৯টি বেড়েছে। ৪২৭টি শেয়ারের পতন হয়েছে৷ ৮৯টি শেয়ারে কোনও পরিবর্তন দেখা যায়নি। ১০২টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে লেনদেন করছে। ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে রয়েছে মাত্র ১৮টি শেয়ার।

তেজি শেয়ার

আইআইএফএল ফাইন্যান্স ১৫ শতাংশের বেশি বেড়ে হয়েছে ৪৭৭ টাকা। এরপর প্রাইজ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১১.১৫ শতাংশের বেশি। যেখানে Paytm শেয়ার 10 শতাংশ, ভোডাফোন আইডিয়া ৪.৩৩ শতাংশ, আইআরসিটিসি, এইচএএল এবং আদানি শেয়ারগুলিও বেড়েছে। 

Advertisement

নাইডুর স্টকের উত্থান

নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন ঘোষণার পর নাইডুর সঙ্গে যুক্ত দুটি স্টক ব্যাপকভাবে বেড়েছে। হেরিটেজ ফুডস-এর শেয়ার আজ ১০ শতাংশের আপার সার্কিট দিয়ে পৌঁছয় ৬৬১.২৫ টাকায়। অমরা রাজা এনার্জির শেয়ার ১১.১৫ শতাংশ বেড়ে ১৪২৪ টাকা হয়েছে। 

দেশের অর্থনীতির ঊর্ধ্বগতি বজায় থাকবে: চন্দ্রবাবু নাইডু

এনডিএ নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করার চন্দ্রবাবু নাইডু বলেন,'ভারত গত ১০ বছরে বড় পরিবর্তন দেখেছে। ভারতীয় অর্থনীতির উত্থান ঘটেছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। দেশের অর্থনীতির এই দ্রুত গতি এভাবেই চলতে থাকবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত এবার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement