Advertisement

Tesla Elon Musk Job Cut: অর্থনৈতিক মন্দা, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে এলন মাস্কও!

টেসলা কয়েকজন আধিকারিককে ই-মেল পাঠিয়েছেন সংস্থার সিইও এলন মাস্ক। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে,অর্থনৈতিক অবস্থা দেখে আশঙ্কিত এলন মাস্ক।

এলন মাস্ক- ফাইল ছবি।   এলন মাস্ক- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2022,
  • अपडेटेड 3:43 PM IST
  • অর্থনীতি নিয়ে আশঙ্কিত মাস্ক।
  • ই-মেল আধিকারিকদের।
  • কর্মী ছাঁটাই করতে চলেছেন।

বিশ্বজুড়ে ফের কি তৈরি হতে চলেছে অর্থনৈতিক সংকট? অর্থনীতি নিয়ে তেমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার মালিক এলন মাস্ক। দিন কয়েক আগে মন্দার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার তিনি বলছেন,'পরিস্থিতি যদি এমন থাকে তাহলে টেসলায় ব্যাপক ছাঁটাই হতে পারে।'

টেসলা কয়েকজন আধিকারিককে ই-মেল পাঠিয়েছেন সংস্থার সিইও এলন মাস্ক। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে,অর্থনৈতিক অবস্থা দেখে আশঙ্কিত এলন মাস্ক। গাড়ি কোম্পানি থেকে ১০% কর্মী ছাঁটাই করতে চান। এলন মাস্ক ই-মেলে লিখেছেন, দুনিয়ার বিভিন্ন দেশে সংস্থার কর্মী নিয়োগ এখনই বন্ধ করা হোক। অর্থনীতি আরও নিম্নগামী হতে পারে বলে 'কু ডাকছে' (Super Bad Feeling) তাঁর। 

অন্য একটি ই-মেলে কর্মীদের ইতিমধ্যেই সতর্ক করেছেন মাস্ক। তাঁর বার্তা,'হয় মন দিয়ে কাজ করো নইলে সংস্থা ছেড়ে দাও।' প্রত্যেক কর্মীর জন্য সপ্তাহে কমপক্ষে ৪০ ঘন্টা কাজ করা বাধ্যতামূলকও করেছেন। এলন মাস্কের ছাঁটাইয়ের ইঙ্গিত বেশ অর্থবহ। শেয়ার বাজারে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের শেষ নাগাদ টেসলার মোট কর্মীর সংখ্যা ছিল ১ লক্ষ। এই খবরে টেসলার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

সম্প্রতি ভারতের একাধিক প্রযুক্তি এবং স্টার্টআপ সংস্থা কর্মীর সংখ্যা কমিয়েছে। Cars24 নামের একটি ই-কমার্স কোম্পানি ৬০০ কর্মীকে ছাঁটাই করেছে। মে মাসে দু'বার কর্মী-ছাঁটাই করেছে এডুকেশন টেক কোম্পানি বেদান্তুও। প্রথমে ২০০, তারপর ৪২৪ জন কর্মীর চাকরি গিয়েছে। এপ্রিলে, আরেকটি এডুটেক কোম্পানি ইউনাকাডেমিও ৬০০ জনকে চাকরিচ্যুত করে। যেখানে লিডো লার্নিং, একটি স্টার্টআপ কোম্পানি বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। গত কয়েক মাস ধরে বেতন দিতে পারেনি সংস্থাটি। এছাড়াও Meesho, Furlenco এবং Trell-এর মতো সংস্থাগুলিও কর্মীবহর কমিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও একই পরিস্থিতি। প্রায় ১৫০ জন কর্মী এবং বেশ কয়েকজন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Netflix।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement