Advertisement

Share Market Rising: এবার ষাঁড়ের গতি, শেয়ারবাজারে বড় উত্থান, কোন কোন স্টক মালামাল করছে?

বুধবার সকাল থেকেই পরিস্থিতি বদলে যায়। এ দিন ট্রেডিং শুরুর সময়ই টুক করে বেড়ে যায় সেনসেক্স। অন্যদিকে ১০০ পয়েন্ট বেড়ে যায় নিফটি। আর সেই ধারা এখনও চলছে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 2:23 PM IST
  • বুধবার দিনের শুরুতে হু হু করে উঠতে থাকে শেয়ারবাজার
  • সেনসেক্স ৮২,১৯৭.২৫-এ পৌঁছে যায় খোলার পর
  • গত দিন সেনেসেক্স শেষ করেছিল ৮২,০২৯.৯৮-এ

চিনের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প। তার পর থেকেই সারা বিশ্বের পাশাপাশি ভারতের শেয়ারবাজার হু হু করে পড়েছে। মার্কেট থেকে টাকা তুলতে থাকে বিনিয়োগকারীরা। কোটি কোটি টাকা উবে যায়। তবে বুধবার সকাল থেকেই পরিস্থিতি বদলে যায়। এ দিন ট্রেডিং শুরুর সময়ই টুক করে বেড়ে যায় সেনসেক্স। অন্যদিকে ১০০ পয়েন্ট বেড়ে যায় নিফটি। আর সেই ধারা এখনও চলছে। 


সেনসেক্স-নিফটি দারুণ শুরু করে
বুধবার দিনের শুরুতে হু হু করে উঠতে থাকে শেয়ারবাজার। সেনসেক্স ৮২,১৯৭.২৫-এ পৌঁছে যায় খোলার পর। আগের দিন সেনসেক্স শেষ করেছিল ৮২,০২৯.৯৮-এ। ফলে উপরের দিকের মোমেন্টাম রয়েছে স্পষ্ট। 

একই হাল ছিল নিফটি-র। এটিও আজ সকাল থেকেই বুল রান দেখে। সোমবার এই সূচক শেষ করে ২৫,১৪৫-এ। তবে এ দিন শুরুতেই নিফটি পৌঁছে যায় ২৫,১৮১.৯৫-তে। তার পর সেটা জাম্প করে পৌঁছে যায় ২৫,২৫৭.২৫-এ। 


দারুণ শুরু করে মার্কেট
বুধবার মিশ্র প্রতিক্রিয়া ছিল বিশ্ব মার্কেটে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েই ভালো শুরু করে ভারতের বাজার। এ দিন শুরুতে ১৩২৩ সংস্থার শেয়ার ছিল গ্রিন জোনে। অর্থাৎ এদের দাম বাড়ছিল। অপরদিকে ৮৮৩ সংস্থার শেয়ারের দাম কমায় তারা ছিল রেড জোনে। 

ও দিকে আবার ১৪৮ সংস্থার শেয়ারের দাম ছিল ফ্ল্যাট। অর্থাৎ তেমন একটা বাড়েওনি। আবার কমেওনি। 

কাদের দাম বাড়ল? 
এ দিন কিছু কিছু স্টক ইনভেস্টারদের দারুণ লাভের মুখ দেখিয়েছে। তাঁরা শুরু থেকেই ছিল স্কাই রকেট। এই তালিকায় ছিল  Jio Financial, Bajaj Finance, Bajaj Finserv, Shriram Finance, Asian Paints, Tata Motors ইত্যাদি। 

পড়ল কাদের দাম?
মার্কেটের অবস্থা ভালো থাকার পরও কিছু কিছু শেয়ারের দাম পড়েছে। আর সেই তালিকায় উল্লেখযোগ্য হল- Tech Mahindra, Titan Company, Axis Bank, Cipla ইত্যাদি। অর্থাৎ এই শেয়ারে যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা আজও মুনাফার মুখ দেখলেন না। 

হু হু করে বেড়েছে Tata Motors
কিছুদিন ধরেই লাগাতার পড়ছিল  Tata Motors-এর শেয়ার। তবে সেই ট্রেন্ডের বদল এল আজ। এ দিন শেয়ারের দাম ২ শতাংশ বাড়ে। যার ফলে বিনিয়োগকারী আবার শেয়ারের উপর আস্থা ফিরে পাবেন বলেই মনে করছেন তাঁরা। 

Advertisement

এটা কি ট্রেন্ড বদল? 
এক দিনের আপট্রেন্ড দেখেই ভালো খবর দিতে রাজি নয় বিশেষজ্ঞরা। বরং তাঁরা আরও কিছুদিন মার্কেটের দিকে নজর রাখতে চান। তারপরই ট্রেন্ডের বদল নিয়ে কিছু বলবেন বলে মনে করেন তিনি।


 

Read more!
Advertisement
Advertisement