
গতকাল পড়ার পর আজ ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার। এ দিন উপরে শেষ করল স্টক মার্কেট। Nifty এবং Sensex বুধবার অনেকটাই চড়েছে। Sensex বেড়েছে ৩৬৮.৯৭ পয়েন্ট। এই সূচক রয়েছে ৮৪,৯৯৭.১৩ পয়েন্টে। ও দিকে আজ Nifty বৃদ্ধি পেয়েছে ১১৭.৭০ পয়েন্ট। এটি ০.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা শেষ করেছে ২৬,০৫৭.৯০-এ। যার ফলে ভালই লক্ষ্মীলাভ হয়েছে ট্রেডারদের।
কোন কোন স্টকে লাভ হয়েছে?
এ দিন NTPC-এর শেয়ার খুব ভাল উঠেছে। এই শেয়ারের দাম ৩.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন দাম পৌঁছে গিয়েছে ৩৪৯.৯০ টাকায়। এছাড়া আজ দারুণ ফল করেছে Power Grid শেয়ার। এটি ২.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। Adani Ports, HCL Tech, Tata Steel এবং Sun Pharma-এর শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ২.৭৮ শতাংশ, ২.৩৮ শতাংশ, ১.৬৮ শতাংশ এবং ১.৬৫ শতাংশ।
এছাড়া আরও ৫টি স্টক এ দিন সেনসেক্সকে টেনে তুলেছে। সেগুলি হল HDFC Bank, ICICI Bank, SBI and HCL Technologies ইত্যাদি।
ইন্ড্রাস্ট্রির দিকে তাকালে BSE Metal বেড়েছে ১.৬৮ শতাংশ। এটি পৌঁছে গিয়েছে ৩৫.৭০৬.৬৭-এ। এছাড়া BSE Oil & Gas index বেড়েছে ২.৫৫ শতাংশ। এটি রয়েছে ২৮,৫২১.৭১-এ।
কারা রয়েছে ৫২ সপ্তাহের হাইতে?
Bharti Airtel, L&T, Tata Steel এবং SBI খুব ভাল ফল করেছে। এই স্টকগুলি ৫২ সপ্তাহ হাইতে রয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে এতদিন যাঁদের কাছে এই শেয়ারগুলি ছিল, তাঁদের ভালই লাভ হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ দিন সেনসেক্সে ৪৩২৫ স্টক অ্যাক্টিভলি ট্রেড করছে। সেখানে ২৪৯৫টি স্টক উপরে শেষ করেছে। এছাড়া ১৬৫৭ স্টকের দাম প়েছে। আর ১৭৩টির দামে কোনও পরিবর্তন আসেনি।
কী বলছেন বিশেষজ্ঞরা?
আসলে এশিয়ার মার্কেট এ দিন ভালোই ছিল। সেই ধারা বজায় ছিল কারণেই কারণে ভাল করে ভারতের শেয়ারবাজার। পাশাপাশি এ দিন US Federal Reserve’s policy-এর মিটিং রয়েছে। সেই দিকে তাকিয়েও দারুণ ফল করেছে শেয়ারবাজর বলেই খবর।
তবে আগামিদিনে কোন দিকে যাবে শেয়ারবাজার, সেটা এখনই বোঝা যাচ্ছে না। তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভেবে চিন্তে পা ফেলতে হবে।
পরিশেষে বলি, এই নিবন্ধটি পড়ে কোনও স্টক কিনবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পাশাপাশি নিন বিশেষজ্ঞের পরামর্শ। তাতেই লাভের মুখ দেখতে পারবেন।