প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে হারে কাজ চলছে তা অব্যাহত থাকবে। জানালেন নির্মলা সীতারমন। বাজেট বক্তৃতার শুরুতে তিনি জানান, ভোজ্যতেলে স্বনির্ভরতার জন্য ছয় বছরের মিশন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
বাজেটে নির্মলা সীতারমন জানান, ভোজ্যতেলে স্বনির্ভরতার জন্য ছয় বছরের মিশন শুরু করবে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে 'ক্রমবর্ধমান মধ্যবিত্ত'-এর ব্যয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন যে বাজেট ২০২৫ কর, বিদ্যুৎ, নগর উন্নয়ন, খনি, আর্থিক খাত এবং নিয়ন্ত্রক নীতির মতো ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারকে অগ্রাধিকার দেয়।
প্রসঙ্গত, সকাল ১১টায় বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা সীতারামন। আগের চারটি বাজেট ও একটি অন্তর্বর্তী বাজেটের মতো এবারের বাজেটও হবে কাগজবিহীন।
এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, জাহাজ নির্মাণের ক্ষেত্রে বড় জাহাজ যেগুলো চলে না সেগুলো ডিসপ্যাচ করবে সরকার। সেজন্য জাহাজের ক্লাস্টার তৈরি করা হবে। এতে নতুন পরিকাঠামো তৈরি হবে। জাহাজ জলপথে বাণিজ্য়ের যে শিল্প তাতে জোর দেওয়া হবে। সেজন্য ৪৯ শতাংশ টাকা সরকারের কাছ থেকে। ৫১ শতাংশ আসবে বেসরকারি সংস্থা থেকে।
তিনি আরও ঘোষণা করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করা হবে বিহারে। তার ফলে পুরো পূর্ব ভারতে উপকার পাবে। সরকার ম্যানুফাকচারিং মিশন তৈরি করছে। পলিশি সাপোর্ট দেব।
বাজেটে আয়করে ছাড় দেওয়া হবে কি না সেদিকে নজর ছিল মধ্যবিত্তের। তাও ঘোষণা করেন নির্মলা সীতারমন। তিনি জানান, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, সরকারি ও বেসরকারি বেতনভুক্ত কর্মীদের বছরে ১২ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার করা হয়েছে। অর্থাৎ ১২ লাখ ৭৫ হাজার টাকা আয়ে কোনও কর লাগবে না।
তাহলে মাসিক কত টাকা আয়ে কোনও লাগবে না? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষমা মোতাবেক, কোনও বেতনভুক্ত কর্মচারীর মাসিক আয় ১ লাখ টাকা পর্যন্ত তাঁকে কর দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, বছরে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর। বছরে আট লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর দিতে হবে। বছরে ১২-১৪ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ, বছরে ১৬-২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ, বছরে ২০-২৪ শতাংশ পর্যন্ত ২৫ শতাংশ ও বছরে ২৪ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ কর দিতে হবে।