Free Cow And Money: কেমিক্যাল যুক্ত চাষ আবাদের ক্ষতির কথা মাথায় রেখে দেশে জৈবিক চাষে লাগাতার উৎসাহ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার রাসায়নিক বর্জিত চাষের উৎসাহ দেওয়ার জন্য প্রাকৃতিক চাষে উৎসাহিত করতে একটি প্রাকৃতিক চাষ বোর্ড গঠন করেছে। উত্তরপ্রদেশ সরকার চাষাবাদের বৃদ্ধির জন্য কৃষকদের ফ্রিতে গরু দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে। এই গরুর দেখভালের জন্য বাড়তি ৯০০ টাকাও দেওয়া হবে ওই চাষিকে।
প্রাকৃতিক চাষে আয় বৃদ্ধি করতে পারে কৃষকেরা
সরকার কৃষকদের ও 'সহভাগিয়া যোজনা' অনুসারে গরু দেওয়ার সঙ্গে ওই গরুর দেখভালের জন্য প্রতি মাসে ৯০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া যে সমস্ত কৃষকের কাছে দেশি গরু নেই তাদের সরকার একটি দেশি গরু ফ্রিতে দেবে বলেও জানিয়ে দিয়েছে। এই গরুর সহায়তার জন্য এবং কৃষকদের নিজেদের প্রাকৃতিক চাষকে এগিয়ে নিয়ে যেতে যাতে, যাতে কোনওরকম অসুবিধে না হয়, তার জন্য বিশেষ
নাবার্ড সাহায্য নেওয়া হচ্ছে
সরকারের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রীয় এই মিশনে গঙ্গার ধারে প্রাকৃতিক চাষের বড় অংশে উৎসাহ দেওয়া হচ্ছে। বহু কৃষক এর জন্য আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। এই কাজে নাবালদের সাহায্য নেওয়া হচ্ছে। রাসায়নিক বর্জিত সার এবং জৈব ও প্রাকৃতিক চাষই মূল ও একমাত্র শর্ত।
কীভাবে কোথায় যোগাযোগ করবেন?
কৃষকেরা এই যোজনার লাভ নিতে চান, তাহলে আরও বেশি তথ্যের জন্য কাছের কিছু বিভাগে যোগাযোগ করতে পারেন। এছাড়াও উত্তরপ্রদেশ সরকারের আধিকারিক ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে।কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত নমামি গঙ্গে যোজনার অংশ অনুযায়ী নার্সারি স্থাপন করার জন্য ১৫ লাখ টাকা খরচ রাখা হয়েছে। যাতে ৫০ শতাংশ সাড়ে ৭ লাখ টাকা সাবসিডি দেওয়া হবে বলে সরকার ঘোষণা করেছে।