Advertisement

বড় খবর, সরকারি কর্মীদের ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল

ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর। বকেয়া ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে। এই কথা হাইকোর্টে জানানো হয়েছে গত শুক্রবার।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2022,
  • अपडेटेड 5:48 PM IST
  • ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খব
  • বকেয়া ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল

ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর। বকেয়া ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে। এই কথা হাইকোর্টে জানানো হয়েছে গত শুক্রবার। যদিও এই ডিএ বা মহার্ঘ ভাতা রাজ্য সরকারের সব কর্মীদের জন্য নয়। এই ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীরা। 

খবরে প্রকাশ, রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২০ থেকে নতুন হারে বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ আদালত দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জিও অবশ্য জানানো হয়েছে। ২০১৯ পর্যন্ত বকেয়া মেটানো হচ্ছে। সেজন্য ৫০০ কোটি টাকারও বেশি তহবিল গড়া হয়েছে। 

আরও পড়ুন : টেট পাশ করেছেন মমতা-অভিষেক-শুভেন্দু? পর্ষদের তালিকা ঘিরে হইচই

এই মামলায় শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিদ্যুৎকর্মীদের মামলায় ফের জানিয়ে দেন, রাজ্যের বিদ্যুৎকর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটাতেই হবে। 

আরও পড়ুন : ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় খবর, কীভাবে-কবে থেকে পাবেন সরকারি কর্মীরা?

মহামান্য আদালতের তরফে এও জানানো হয়, বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থা হাইকোর্টে রিভিউ পিটিশন করলেও তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেখানে তাদের আর্জি খারিজ হয়েছে। তাই, ২০২০ থেকে বিদ্যুৎকর্মীদের বকেয়া ডিএ নতুন হারে মেটাতে হবে। রিভিউ পিটিশনে কী রায় হবে তার উপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। 

আরও পড়ুন : 5G ব্যবহারে কয়েক মিনিটে খরচ দেড় থেকে ২ GB ডেটা, বাড়বে খরচও?

বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীদের ডিএ-র তহবিল গড়া হলেও এখনও রাজ্য সরকারের কর্মীরা বঞ্চিত। হাইকোর্ট ডিএ মেটানোর নির্দেশ দিলেও এখন সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে রাজ্য সরকার। এই বিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'মহামান্য হাইকোর্ট ইতিমধ্যেই ডিএ নিয়ে নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থা তহবিল গড়ার কথা বললেও আদতে এই তহবিল রাজ্য সরকারই গড়েছে। আমরা আশাবাদী যে, রাজ্য সরকারি কর্মীরাও দ্রুত ডিএ পাবেন। তহবিল গঠন করে না অন্যভাবে সরকার দেবে সেটা তাদের ব্যাপার।' 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement