Advertisement

West Bengal DA Case: ৩ মাসের মধ্যে মেটাতে হবে ডিএ, হাইকোর্টের রায় বদল চেয়ে পিটিশন রাজ্যের

বর্ধিত হারে ডিএ দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন। আদালতের রায়ের পর তাঁরা আশঙ্কা করেছিলেন, হয়তো চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার। অনলাইনে রিভিউ পিটিশন জমা দিয়েছে তারা।  রিভিউ পিটিশনের আবেদন গ্রহণ হলেই নোটিস পাবেন মামলাকারীরা।

কলকাতা হাইকোর্ট- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2022,
  • अपडेटेड 6:14 PM IST
  • গত ২০ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল,তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।
  • ওই নির্দেশ মানতে হলে রাজ্যে ৩১ শতাংশ ডিএ মেটাতে হত।
  • শুক্রবার সরকার হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল।

সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করল রাজ্য সরকার। রাজ্যের আর্জি, আদালত রায় ফের বিবেচনা করুক। 

গত ২০ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল,তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। ওই নির্দেশ মানতে হলে রাজ্যে ৩১ শতাংশ ডিএ মেটাতে হত। রায়ের পর আড়াই মাস কেটে গেলেও রাজ্যের তরফে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। ভাবা হয়েছিল, আদালতে যেতে পারে নবান্ন। সেটাই হল। শুক্রবার সরকার হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল।

বলে রাখি, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩২ শতাংশ। তা মেটানোর দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। ৩৪ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রাজ্য ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানেও ধাক্কা খায় তারা। স্যাটের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- 'সম্পত্তি মামলায় ইডি-কে পার্টি কেন?' হাইকোর্টে ফিরহাদরা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement